রান্না ঘরে হেয়ার রিমুভাল ক্রিম যেভাবে ব্যবহার করবেন দেখেনিন একঝলকে

একথা হয়তো অনেকেরই জানা- হেয়ার রিমুভাল ক্রিমে এক ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়। এই ক্রিম সাধারণত হাত ও পায়ের অবাঞ্ছিত লোম দূর করতে ব্যবহার করা হয়ে থাকে। এটি বেসিন বা সিঙ্কের জল জমে গেলে কাজে আসতে পারে। কীভাবে? জেনে নিন-

বেসিনে আবর্জনা জমে জল চলাচলের নালি বন্ধ হবার উপক্রম হয়। বেসিনের মধ্যে জমে থাকে নোংরা জল। একই সমস্যা অনেক সময় দেখা দেয় বাথ রুমেও। নালির মুখ বন্ধ হয়ে এলে ময়লা ও জল দূর করতে কেউ ঢালেন সাবান, কেউ দেন অ্যাসিড। কেউবা আবার শক্ত কাঠি দিয়ে খোঁচাখুঁচিও করেন। সব মিলিয়ে বিড়ম্বনার অন্ত নেই। বন্ধ হয়ে যাওয়া নালির মধ্যে একটু হেয়ার রিমুভাল ক্রিম ঢেলে দিলেই খুলে যাবে নালির মুখ।

‘মিসেস হিঞ্চ’ নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে দেয়া হয়েছে এই টোটকা। রোজকার জীবনের হরেক রকম ছোটখাটো সমস্যার সমাধান দিয়ে থাকেন তিনি। ঐ ব্যক্তির দাবি নালির মুখ বন্ধ হয়ে থাকার মূল কারণ শরীরের লোম ও চুল সাবান শ্যাম্পু ও অন্যান্য বর্জ্য পদার্থের সঙ্গে মিশে দলা পাকিয়ে যায়। যার ফলে বন্ধ করে দিতে পারে নালির মুখ। হেয়ার রিমুভাল ক্রিম ঢেলে দিল এই চুল আলগা হয়ে আসে ও খুলে যায় নালি।

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy