মানসিক চাপেও আপনার মাথার চুল সাদা হতে পারে জানাচ্ছে চিকিৎসকরা

মানসিক চাপে পেকে যেতে পারে চুল। আমেরিকা ও ব্রাজিলের গবেষকরা এই দাবি করেছেন। গবেষণায় তাঁরা ব্যবহার করেন কয়েকটা ইঁদুরকে। দেখা যায়, ইঁদুরের শরীরের যে কোষগুলো তাদের রোমের রং নির্ধারণ করে, গবেষণার সময়কার মানসিক চাপ নিতে পারছে না তারা, ফলে রোম পেকে যাচ্ছে। কয়েক বছর পরীক্ষানিরীক্ষার পর গবেষকরা দেখেছেন, কালো রঙের ইঁদুরগুলোর রোম পেকে সাদা হয়ে যাচ্ছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জনৈক গবেষক ইয়াসিয়া সো বলেছেন, এর ফলে বলা যায় মানসিক চাপ মাথার চুল ও গায়ের রঙে বদল আনতে পারে। এই চাপ শুধু শরীরের পক্ষে খারাপ নয়, এর অন্যান্য নানা ক্ষতিকর প্রভাব রয়েছে। গবেষণার শেষ দিকে দেখা যায়, ইঁদুরের যে কোষগুলো শরীরের রং তৈরি করে, সেগুলো সব ধ্বংস হয়ে গিয়েছে। তবে গবেষণার প্রথম স্তর সবে পার হওয়া গিয়েছে বলে জানিয়েছেন ইয়াসিয়া। চুল পাকা থেকে উদ্ধারের তথ্য হাতে আসা এখনও দূর অস্ত। এ ব্যাপারে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে তাঁরা জানিয়েছেন। তাঁদের বক্তব্য, সাধারণত ৩০-এর কোঠা থেকে নারীপুরুষের চুলে পাক ধরা শুরু হয়। কিন্তু বয়স ছাড়া মানসিক চাপও চুল পাকার ক্ষেত্রে অনুঘটকের কাজ করতে পারে। তবে ঠিক কোন ধরনের চাপে চুলের রঙে প্রভাব পড়ে সে ব্যাপারে তাঁরা এখনও খোলসা করে কিছু বলেননি।

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy