মনের ভুলে নষ্ট হতে বসেছে কলা? ফেলে না দিয়ে দৈনন্দিন জীবনে কাজে লাগান এই উপায়ে

অতিরিক্ত পাকা কলা বেশিরভাগ ক্ষেত্রেই ফেলে দেয়া হয়। তবে জানেন কি? এই পাকা কলা কাজে লাগানো যেতে পারে। দেখে নিন সেরকম কয়েকটি কাজ-

১. কলার খোসা দিয়ে চামড়ার জুতা ঘষে করে নিন। ঝটপট ফিরে আসবে ঝকঝকে ভাব।

২. আইসক্রিম কিংবা স্মুদিতে ব্যবহার করতে পারেন পাকা কলা।

৩. কলার খোসা গাছের চমৎকার সার হিসেবে কাজ করে।

৪. ওটমিলের স্বাদ বাড়াতে পাকা কলা চটকে মিশিয়ে নিন।

৫. কলা চটকে ২ টেবিল চামচ মধু, আধা কাপ নারকেল তেল ও ২ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে চুলের লাগান। এটি চুলের আগা ফাটা রোধ করবে।

৬. অতিরিক্ত পাকা কলা আপনি ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন। এজন্য কলা চটকে ৩ টেবিল চামচ চিনি মেশান। কয়েক ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে নেড়ে নিন। মিশ্রণটি ত্বকে ঘষে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। ত্বক হবে নরম ও কোমল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy