সামান্য বিষয় ভুলে যাওয়া হয়তো স্বাভাবিক, কিন্তু যদি পরিচিত নাম, চেহারা বা সাম্প্রতিক কোনো ঘটনা বারবার মন থেকে মুছে যায়, তবে তা হতে পারে ‘ডিমেনশিয়া’র লক্ষণ। ল্যানসেট পত্রিকার সাম্প্রতিক গবেষণা বলছে, ২০৫০ সাল নাগাদ বিশ্বে ডিমেনশিয়া আক্রান্তের সংখ্যা ১৫ কোটিতে পৌঁছাতে পারে। ভারত ও বাংলাদেশে ষাটোর্ধ্ব ব্যক্তিদের মধ্যে এই রোগের প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। বিশেষ করে অ্যালঝাইমার্স হলো এই রোগের সবথেকে জটিল রূপ।
ডিমেনশিয়া কেবল বার্ধক্যের ফল নয়। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান, অতিরিক্ত মদ্যপান এবং একাকীত্ব এই রোগের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দেয়। এর প্রাথমিক লক্ষণের মধ্যে রয়েছে একই কথা বারবার বলা, সিদ্ধান্ত নিতে না পারা, তারিখ বা সময় ভুলে যাওয়া এবং পরিচিত স্থানেও হারিয়ে যাওয়ার প্রবণতা। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক সময়ে সচেতন হলে প্রায় ৪০ শতাংশ ক্ষেত্রে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। পুষ্টিকর খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা এবং সামাজিক মেলামেশা এই রোগের বিরুদ্ধে সবথেকে বড় হাতিয়ার। নিজের বা প্রিয়জনের মধ্যে এসব উপসর্গ দেখলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।