বয়স বাড়লেও ত্বকে ছাপ পড়তে দেবে না এক কোয়া রসুন, শুনতে অবাক লাগলেও এর গুন্ অনেক

ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখার জন্য রসুনের কোনো বিকল্প নেই। বয়স ধরে রাখার জন্যও রসুনের কোনো বিকল্প নেই।

>> ব্রণর সমস্যায় ভোগেন অনেকেই৷ এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য নানারকম পদ্ধতি অবলম্বণ করেন তারা। কিন্তু খুব অল্প সময়ে ব্রণ থেকে মুক্তি পাওয়ার জন্য রসুনের কোনো বিকল্প নেই। এক কোয়া রসুনের রস ব্রণর উপর লাগিয়ে নিন। পাঁচ মিনিট রেখে তা ধুয়ে ফেলুন। কয়েকদিন পরে ফলাফল দেখলে চমকে যাবেন।

>>এক কোয়া রসুন এবং অর্ধেক টমেটো দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। ওই পেস্টটি আপনার মুখে লাগিয়ে রাখুন। দশ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন পুরো মুখ। ট্যান উঠে গিয়ে দেখবেন চকচক করছে আপনার ত্বক।

>>সন্তান জন্মের পর অনেক নারীর পেটে দাগ হয়ে যায়। শাড়ি পড়লে সেই দাগ মোটেও দেখতে ভাল লাগে না। এই সমস্যা থেকেও মুক্তি দিতে পারে এক কোয়া রসুন। অলিভ অয়েলের সঙ্গে রসুনের রস মিশিয়ে কয়েকদিন ব্যবহার করলেই মিলবে ফল।

>>অনেকের ত্বকেই লাল-লাল দাগ দেখতে পাওয়া যায়। দানা দানা আকারে বের হয় র‌্যাশ।হাত, কনুই এমনকী মুখেও মাঝে মাঝে এই দাগ দেখতে পাওয়া যায় অনেকের। এই সমস্যা থেকে মুক্তি পেতে রসুনের জুড়ি মেলা ভার।

>> শুধু ত্বকের সমস্যাই নয়, হারানো যৌবনকে ফিরিয়ে দিতে পারে এক কোয়া রসুন। মধু এবং লেবুর রসের সঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে এক কোয়া করে রসুন খান।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy