ফুলদানির ফুল শুকিয়ে যায় দুদিন বাদে বাদে কাজে লাগান এই টিপস আর দেখুন ম্যাজিক

দুদিন বাদে বাদেই ফুলদানির ফুল শুকিয়ে যায়। যতই জল দিয়ে যত্ন আত্তি করা হোক, কিছুতেই সতেজ থাকে না বেশিদিন। জেনে নিন ফুল ভালো রাখার সেরা পাঁচ কায়দা।
ফুলের মধ্যে মাঝে মাঝে জল স্প্রে করে দিতে হবে। এতেই বেশিদিন সতেজ থাকে ফুল। জলই ফুল ভালো রাখার সেরা উপায়।
কান্ড বেশি ছোট করে কাটবেন না। এতে ফুল তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ফুল ভালো রাখতে কান্ড কাটার সময় কোনাকুনি করে কাটুন। এতে বেশি দিন সতেজ থাকে ফুল।
ফুলদানির জলের মধ্যে অল্প নুন মিশিয়ে দিতে পারেন। এতে ফুল বেশ সতেজ থাকে। নুন ছাড়া জলে ফুল যে কয়েকদিন সতেজ থাকে, নুন মেশানো জলে তার দ্বিগুণ সময় থাকবে।
ফুলের যেটুকু অংশ জলে ডোবানো রয়েছে, তাতে যাতে কোনও পাতা না থাকে। পাতা থাকলে ফুল তাড়াতাড়ি পচে যায়। তাই ফুলের ডাঁটি কাটার সময় খেয়াল রাখুন।
আলো কাছাকাছি রাখুন ফুলদানি। ফুল সূর্যের আলো পেলে বেশিদিন সতেজ থাকে। এতে ফুল সহজে শুকিয়ে যাওয়ার আশঙ্কাও থাকে না।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy