প্রথম দেখায় প্রেম নাকি সময় নিয়ে প্রেম তরুণ প্রজন্মের ঝোঁক কোথায়

একটি জনপ্রিয় ডেটিং সংস্থার জরিপে উঠে এসেছে, প্রায় ৭৩ শতাংশ মানুষ জীবনে কখনো না কখনো প্রথম দেখায় প্রেমে পড়েছেন। কিন্তু এই ধরনের মানে এক নজরেই প্রেমে পড়াকে সত্যিকারের ভালোবাসা বলতে নারাজ এ প্রজন্মের অধিকাংশই। খবর আনন্দবাজার পত্রিকার।

প্রথম দেখায় ৭৩ শতাংশ প্রেমে পড়লেও তাদের বড় একটি অংশ (৫৩ শতাংশ) মনে করে, এটি আসলে সংশ্লিষ্ট ব্যক্তির দৈহিক সৌন্দর্য, ব্যক্তিত্ব কিংবা আচার-আচরণের প্রতি আকস্মিক মোহ।

তরুণ প্রজন্মের প্রায় ৮১ শতাংশ জানিয়েছে, ধীরে ধীরে একে অপরকে চিনে নিতে পারলে তবেই প্রকৃত প্রেমে পৌঁছানো যায়। কোনো মানুষের সঙ্গে কতটা সময় একসঙ্গে থাকতে ইচ্ছে করছে, সব কিছুই ধীরে ধীরে বোঝা যায়। প্রথম দেখায় প্রেমের ধারণা ধোপে টিকছে না নতুন প্রজন্মের কাছে। তবে এ কথাও মাথায় রাখতে হবে, ভালোবাসা একেবারেই ব্যক্তিগত বিষয়। কাজেই জরিপই শেষ কথা বলতে পারে না।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy