পোড়ার ক্ষত সারাতে এবার তেলাপিয়া মাছের ম্যাজিক! যন্ত্রণাহীন নিরাময়ে বিশ্বজুড়ে হইচই

পোড়া ক্ষতের যন্ত্রণাদায়ক চিকিৎসা পদ্ধতিতে তেলাপিয়া মাছ এখন এক আশার আলো। গবেষণায় দেখা গেছে, তেলাপিয়া মাছের চামড়ায় প্রচুর পরিমাণে টাইপ-১ এবং টাইপ-৩ কোলাজেন প্রোটিন থাকে, যা মানুষের ত্বকের গঠনের সঙ্গে অনেকটাই মিলসম্পন্ন। ব্রাজিলের বিজ্ঞানীরা প্রথম এই পদ্ধতির উদ্ভাবন করেন, যা এখন বিশ্বজুড়ে সমাদৃত।

প্রথাগত ব্যান্ডেজের বদলে জীবাণুমুক্ত তেলাপিয়ার চামড়া পোড়া স্থানে লাগিয়ে দিলে তা একটি জীবন্ত আবরণের মতো কাজ করে। এটি ক্ষতস্থানকে আর্দ্র রাখে এবং দ্রুত নতুন চামড়া গজাতে সাহায্য করে। সবথেকে বড় সুবিধা হলো, সাধারণ ব্যান্ডেজ বারবার ড্রেসিং করার সময় যে তীব্র যন্ত্রণা হয়, তেলাপিয়ার চামড়া ব্যবহারে সেই ঝামেলা নেই। এটি দীর্ঘদিন ত্বকের সাথে লেগে থাকতে পারে এবং সংক্রমণের ঝুঁকিও কমিয়ে দেয়। পোড়া রোগীর কষ্ট লাঘব করতে এই ‘ফিশ স্কিন থেরাপি’ এখন আধুনিক চিকিৎসায় এক জাদুকরী দাওয়াই।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy