সবার একটি অভ্যাস হলো প্যান্টের পেছনের পকেটে ওয়ালেট রাখা। তবে এতে হতে পারে গুরুতর রোগ।
পেছনের পকেটে ওয়ালেট রাখলে স্নায়ুরোগ থেকে শুরু করে কোমরে ব্যথা এবং হাড়ের নানা সমস্যা হতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
তারা বলেন, যে অংশে আমরা ওয়ালেট রাখি সেখানে থাকে সায়াটিক নার্ভ। দীর্ঘ সময় ব্যাগ ওখানে চেপে রাখলে ফিমার এবং সায়াটিক নার্ভ ক্ষতিগ্রস্থ হয়। যা মোটেই আপনার জন্য ভালো খবর নয়।
এছাড়া রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়ে পা অবশ হয়ে যাওয়ার মতো ঘটনাই ঘটে।
সুতরাং সম্ভব হলে পেছনের পকেটে ওয়ালেট রাখা থেকে বিরত থাকুন।