পুরোনো মাস্কারার ব্রাশ এতো কাজে লাগে জানতেন কি? না জানলে জেনেনিন

জানেন নিশ্চয়, অনেকদিন ব্যবহারের পর মাস্কারা শুকিয়ে যায়। তখন সেই মাস্কারা ফেলে দেয়া ছাড়া আর কোনো কাজেই আসে না। এমনটাই ভাবেন সবাই। জানলে অবাক হবেন ফেলে দেয়া মাস্কারাও অনেক কাজের হয়ে থাকে।

তাই মাস্কারা ফেলে দিলেও সংগ্রহে রাখুন এর ব্রাশটি। ভালভাবে ধুয়ে এই ব্রাশটি রেখে দিন আপনার মেকআপ কিটে। কারণ পুরোনো একটা মাস্কারা ব্রাশ হাতের কাছে থাকলে নানান ছোটখাটো মেকআপ সমস্যা মিটিয়ে ফেলতে পারবেন সহজেই! ভুরু সুন্দর করে ব্রাশ করা থেকে শুরু করে চোখের পল্লব হাইড্রেট করার মতো নানা দরকারি কাজ সহজেই সেরে ফেলা যায় এই ব্রাশ দিয়ে। চলুন তবে জেনে নেয়া যাক চট পুরোনো মাস্কারা ব্রাশ দিয়ে কী কী কাজ করা যায়-

আইল্যাশ হাইড্রেট করতে
চোখের পল্লব ঘন করতে ক্যাস্টর অয়েল বা আমন্ড অয়েল লাগানোর পরামর্শ তো শুনেছেন! হাতের কাছে মাস্কারা ব্রাশ থাকলে সে কাজ অনেক সহজ হয়ে যাবে! পরিষ্কার মাস্কারা ব্রাশ তেলে ডুবিয়ে নিয়ে মাস্কারা পরার মতো করেই চোখের পল্লবে বুলিয়ে নিন। তেলটা সারা রাত লাগিয়ে রাখুন, সকালে উঠে ধুয়ে নিন। এক সপ্তাহ রোজ রাতে লাগালে তফাতটা বুঝতে পারবেন!

ঠোঁট এক্সফোলিয়েট করতে
যাদের ঠোঁট ফাটার সমস্যা রয়েছে, তারা পুরোনো মাস্কারা ব্রাশ দিয়ে কোমলভাবে ঠোঁট এক্সফোলিয়েট করে নিতে পারবেন। প্রথমে ঠোঁটে পেট্রোলিয়াম জেলি বা অলিভ অয়েল লাগিয়ে নিন, তারপর মাস্কারা ব্রাশ দিয়ে বৃত্তাকারে আলতো ঘষে ঘষে ফাটা চামড়া আর মরা কোষ সব তুলে দিন।

নখের রুক্ষ কিউটিকল কোমল করতে
কিউটিকল যদি শুকনো হয়, তা হলে হাজার ম্যানিকিওর করেও হাত সুন্দর দেখাবে না। রুক্ষ কিউটিকলের সমস্যা সহজেই মেটাতে পারেন হাতের কাছে একটা পুরোনো মাস্কারা ব্রাশ থাকলে। প্রথমে নখে ভালো করে কিউটিকল রিমুভার ক্রিম মেখে নিন। কিউটিকল রিমুভার ক্রিম না থাকলে অলিভ অয়েল দিয়েও কাজ হবে। নখে মেখে দুই থেকে তিন মিনিট রাখলে কিউটিকল নরম হয়ে যাবে। তারপর পরিষ্কার মাস্কারা ব্রাশ দিয়ে নখের বেসটা বাফ করে নিলেই ঝকঝকে হয়ে উঠবে নখ।

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy