ত্বকের উজ্জ্বল ও ফর্সাভাব আনতে মুখে মাখুন কাঁচা টমেটো ,শিখেনিন পদ্ধতি

টমেটো খেতে যেমন সুস্বাদু তেমনি ত্বককে কোমল করতেও এর জুড়ি নেই। এক টমেটোর মধ্যে ত্বকের সকল সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে। সামান্য অম্ল প্রকৃতির টমেটোতে প্রচুর পরিমাণে পটাসিয়াম এবং ভিটামিন সি উপস্থিত যা ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে।

এছাড়াও টমেটোয় লাইসোপিন থাকে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট। এটা ত্বকের বিভিন্ন দাগ, বলিরেখা এবং শুষ্কভাব দুর করে ত্বক মসৃণ করে। ত্বকের তেলচিটে ভাব, ব্ল্যাক হেড, হোয়াইট হেডও দূর করে টমেটো। ব্রণের সমস্যা দূর করে। এইভাবেই টমেটো ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে। চলুন তবে জেনে নেয়া যাক ত্বকের যত্নে কাঁচা টমেটো কীভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে-

যেভাবে ব্যবহার করবেন

প্রথমে ১০ থেকে ১২টি টমেটো নিয়ে ভেতরটা পরিষ্কার করে নিন। তারপর টমেটোর স্কিনটা খুলে সারা মুখে কিছুক্ষণ লাগিয়ে রাখুন। ১০ মিনিট পরে ভালো করে মুখটা ধুয়ে নিন। সপ্তাহে কয়েকবার এমনভাবে ত্বকের পরিচর্যা করলে দেখবেন বলিরেখা কমতে শুরু করবে। সেইসঙ্গে স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy