ছেলেদের জেদি ব্রণ কি কিছুতেই কমছে না? ১ সপ্তাহেই দাগহীন ত্বক পেতে মেনে চলুন এই নিয়ম

ব্রণ বা পিম্পলের সমস্যা শুধু মেয়েদের নয়, ছেলেদের ক্ষেত্রেও এটি অত্যন্ত বিব্রতকর। অতিরিক্ত ঘাম, ধুলোবালি এবং হরমোনের পরিবর্তনের কারণে ছেলেদের ত্বকে ব্রণের উপদ্রব বেশি হয়। তবে পার্লারে না গিয়েও ঘরোয়া কিছু সহজ অভ্যাসের মাধ্যমে এই সমস্যা থেকে স্থায়ী মুক্তি পাওয়া সম্ভব।

প্রথমত, বাইরে থেকে ফিরে বা শোবার আগে একটি ভালো ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করা জরুরি। ছেলেদের ত্বকে জমে থাকা তেল ও ময়লা সরাতে স্যালিসিলিক অ্যাসিড যুক্ত ফেসওয়াশ দারুণ কাজ করে। দ্বিতীয়ত, ব্রণের ওপর টি-ট্রি অয়েল বা অ্যালোভেরা জেল ব্যবহার করলে প্রদাহ ও লালচে ভাব দ্রুত কমে যায়।

এ ছাড়াও, শেভ করার সময় সতর্ক থাকতে হবে। ব্রণ থাকা অবস্থায় পুরনো ব্লেড ব্যবহার করলে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। সপ্তাহে অন্তত দু’দিন নিম পাতা ও মুলতানি মাটির প্যাক মুখে লাগালে ত্বকের অতিরিক্ত তেল দূর হয় এবং ব্রণ হওয়ার প্রবণতা কমে। মনে রাখবেন, প্রচুর জল পান করা এবং ভাজাপোড়া খাবার এড়িয়ে চলাই হলো সুস্থ ত্বকের আসল রহস্য।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy