ঘরে নেগেটিভ এনার্জি আছে? চিনে নিয়ে দূর করুন এই পদ্ধতিতে

বাড়িতে খেয়াল না রাখলে কিংবা অন্দরসজ্জায় বেশ কিছু ভুল করলেই ঘরে নেতিবাচক পরিবেশ তৈরি হয়। এর ফলে বাড়িতে অশান্তি, আর্থিক অনটন কিংবা স্বাস্থ্যের ক্ষতি হয়। এই সব সমস্যা দূর করতে দারুণ কাজের ফেংসুইয়ের এই সব টিপস-

ঘরের কোণে নুন রাখতে পারেন

কোনও কারণে যদি আপনার মনে হয় বাড়ির পরিবেশ তেমন ভাল নেই বাড়ির পরিবেশে সেই আর ইতিবাচক বিষয়টা নেই। এই অবস্থা হলে ঘরের চারটে কোণে সামান্য একটু নুন রেখে দিন। আবার দু’দিন পর এই নুন পরিষ্কার ফেলে দিয়ে ফ্রেশ নুন রাখুন।

জলে নুন ফেলে ঘর মুছে নিন

বাড়ির পরিবেশে নেতিবাচক কিছু মনে হলে নুন জল দিয়ে ঘর মুছে নিন। ফেংশুই মতে রোজ এটা করলে বাড়ির ভেতরে যদি কোনও নেতিবাচক শক্তি থাকে তার ক্ষমতা কমে যায়।

ঘরে উইন্ড চাইম লাগান

বাড়ির এমন জায়গায় উইন্ড চাইম লাগান যেখানে দিয়ে হাওয়া এলে ঘণ্টার আওয়াজ যেন শোনা যায়। তাই বাড়ির মুখ্য দরজায় কিংবা ঘরগুলির দরজা কিংবা জানলায় এই উইন্ড চাইম ঝুলিয়ে রাখতে পারেন।

ঘরের জিনিসপত্র গুছিয়ে রাখুন

যত ব্যস্ততাই থাকুক না কেন চেষ্টা করুন বাড়ির প্রত্যেকটি ঘরের জিনিসপত্র যেন গুছিয়ে রাখা থাকে। নিত্যদিনের ব্যস্ততায় যদি কোনও কারণে জিনিসপত্র অব্যবস্থিত থাকে সেগুলো রোজ গুছিয়ে রাখতে না পারলে অন্তত ঢেকে রাখুন।

অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখবেন না

বাড়িতে যা কিছু অকাজের সেগুলো শুধুমাত্র স্মৃতির দোহাই দিয়ে ঘরে জমিয়ে না রাখাই ভাল যেমন ঘরে বন্ধ হয়ে যাওয়া ঘড়ি, পুরোনো ব্যবহার অযোগ্য জামাকাপড় এবং ভাঙাচোরা জিনিসপত্র। ফেংশুই মতে এই সব জিনিসের কারণে বাড়িতে নেতিবাচক পরিবেশ সৃষ্টি হয়।

টয়লেটের দরজা সব সময় বন্ধ রাখুন

টয়লেটের দরজা সব সময় বন্ধ রাখাই ভাল। বলা হয় নেগেটিভ এনার্জির মূল উত্স। তাই ব্যবহারের পরে প্রত্যেকবার অবশ্যই দরজা বন্ধ করে রাখুন।

টয়লেটের জানলায় বাটিতে নুন রাখুন

টয়লেটের নেগেটিভ এনার্জি কম করতে চাইলে এর জানলায় কাঁচের বাটিতে সামান্য একটু সি সল্ট রেখে দিন। এই নুন ভিজে গেলে সেটা ফেলে দিয়ে বাটি পরিষ্কার করে টাটকা নুন ঢেলে রাখুন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy