গাড়ির ব্রেক ফেল করলে মুহূর্তেই যা করণীয়, ১০টি নিয়ম মাথায় রাখুন

দেশ-বিদেশে গাড়ির ব্রেক ফেল করে ভয়াবহ দুর্ঘটনা হয়। আর সেই সংখ্যা হু হু করেই বাড়ছে। কিন্তু কিছু নিয়ম মেনে চললে ব্রেক ফেলের মতো কঠিন সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। যার ফলে গাড়ির ক্ষতি, প্রাণহানিসহ সব ক্ষতি থেকে রক্ষা মেলে।

গাড়ির ব্রেক ফেল করলে বা করার লক্ষণ দেখা দিলে ব্রেকপ্যাডস থেকে আওয়াজ আসতে শুরু করে। কখনও কখনও ব্রেক ক্যালিপারস আটকে যায়। এ রকম হলে ব্রেকের তারও ছিঁড়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে ব্রেক মাস্টার সিলিন্ডার লিক করায় প্রয়োজনীয় প্রেসার না পেয়ে ব্রেক ফেল করে। ব্রেকের তেল লিক করলে ব্রেক ফেল করতে পারে।

ব্রেক ফেল করলে যা করবেন

১. প্রথমেই গাড়ির গতি কমান। বিরতিহীন গাড়ির ব্রেক প্যাডেলে চাপ দিতে থাকুন। এতে দ্রুত ব্রেকের কন্ট্রোল ফেরার সম্ভাবনা থাকে।

২. গাড়ির গিয়ার কমিয়ে একেবারে লোয়ার গিয়ারে নামিয়ে আনুন।

৩. কোনোভাবেই গাড়ি নিউট্রাল করা যাবে না। নিউট্রাল করলে গাড়ি পেছনে যেতে শুরু করবে। তাতে পুরোপুরি নিয়ন্ত্রণ হারাবেন আপনি।

৪. এক্সিলেটরের বদলে ক্লাচ ব্যবহার করুন।

৫. অনবরত হর্ন বাজান, রাত হলে হেডল্যাপ্প ডিপার্স, হ্যাজার্ড লাইট ছাড়াও ইন্ডিকেটরস জ্বালিয়ে দিন। যাতে অন্যরা বুঝতে পারেন গাড়িতে কোনো সমস্যা হয়েছে।

৬. গাড়ির এসি অন করে দিন। এতে ইঞ্জিনের ওপর প্রেসার বাড়বে ও গাড়ির গতি আরো কমে যাবে।

৭. রাস্তায় কাদা বা বালি থাকলে গাড়ি সেদিকে নিয়ে যান। এতে ব্রেক ফেল করলেও গাড়ির গতি কমে যাবে।

৮. গিয়ার চেঞ্জের ক্ষেত্রে হ্যান্ড ব্রেক ব্যবহার করুন।

৯. গাড়ির গতি ৪০ কিলোমিটারের মধ্যে থাকলে হ্যান্ড ব্রেক করুন।

১০. গতি ৪০ কিলোমিটারের বেশি থাকলে ভুল করেও হ্যান্ডব্রেক করা যাবে না। তাতে গাড়ি উল্টে যাওয়ার সম্ভাবনা প্রবল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy