কোন রাশির নারীরা কেমন পুরুষ পছন্দ করে জানেন? না জানলে জেনেনিন

হয়তো কোনো মেয়েকে ভালো লেগে গেল এখন কীভাবে বুঝবেন আপনাকেও তার ভালো লেগেছে। কীভাবে তার পছন্দ অপছন্দ জেনে নেবেন এবং মনের কথা খুলে বলবেন। এর জন্য রাশিফলের সহায়তা নিতে পারেন আপনি।

মেষ (২১ মার্চ থেকে ১৯ এপ্রিল): এই রাশির নারীদের কাছে রাখঢাক একদম নয়। জ্যোতিষ শাস্ত্র বলছে, সাধারণত এই রাশির নারীরা এমন পুরুষ পছন্দ করেন, যারা প্রেমের কথা খুব স্পষ্ট করে বলতে ভালোবাসেন।

বৃষ (২১ এপ্রিল থেকে ২০ মে): একটু ধৈর্য ধরে বলতে হবে প্রেমের কথা। সাধারণত এই রাশির নারীরা তাড়াহুড়ো একদম পছন্দ করেন না। প্রেমের কথা বলার আগে মাথায় রাখুন সেটাও।

মিথুন (২২ মে থেকে ২১ জুন): অ্যাডভেঞ্চার-প্রেমী পুরুষ বেশি পছন্দের। এই নারীরা আনন্দ থাকতে ভালোবাসেন। আপনি যদি তাকে, সেটা দিতে পারেন—তবেই এগিয়ে যান।

কর্কট (২১ জুন থেকে ২২ জুলাই): ভালোবাসা পেতে যত্ন করুন এই নারীদের। জ্যোতিষ শাস্ত্র বলছে, এই নারীরা খুব আবেগপ্রবণ হন। আর অল্প ভালোবাসাতেই খুব খুশি হয়ে যান।

সিংহ (২৩ জুলাই থেকে ২২ আগস্ট): নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে এই রাশির নারীর মধ্যে। নিজের ভাবমূর্তি সম্পর্কেও তারা বেশ সচেতন। এমন কোনও কথা তাদের সামনে না বলাই ভালো, যাতে তাদের বিরক্ত লাগতে পারে।

কন্যা (২৩ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর): সুন্দর যা কিছু, তা এই রাশির নারীদের খুব পছন্দের। শুধু চেহারার নয়, মনের সৌন্দর্যও তাদের কাছে খুব দামি। আপনি সেই বিচারে কতটা সুন্দর, তা যদি দেখাতে পারেন—তবেই এই রাশির নারীর মন জয় করার সম্ভাবনা আছে।

তুলা (২৩ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর): দেখে মনে হয়, এই রাশির নারীরা সব দিকে খুব ভারসাম্য রেখে চলতে পারেন। কিন্তু আসলে তারা খুব আবেগপ্রবণ। জ্যোতিষে বিশ্বাস থাকলে, এই নারীদের ওপর খুব চাপ সৃষ্টি করবেন না। তা হলে প্রেমের ভবিষ্যৎ অন্ধকার।

বৃশ্চিক (২৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর): এই নারী রহস্যময়ী। মনের কথা সহজে প্রকাশ করেন না। কাউকে বিশেষ গুরুত্ব দিলেই, তবে তার কাছে মনের কথা খুলে বলেন। জ্যোতিষ শাস্ত্র বলছে, এই নারীদের কাছে বেশি কথা গোপন করবেন না। প্রেমের পথে বাধা পড়ে যাবে।

ধনু (২২ নভেম্বর থেকে ২১ ডিসেম্বর): হাসিখুশি থাকতে পছন্দ করেন এই নারীরা। উনি কি আপনার সঙ্গে খুব খোলা মনে মিশছেন? বুঝতে হবে, উনি আপনাকে পছন্দই করেন।

মকর (২২ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারি): নিজেরা অতটাও রহস্যময়ী নন, কিন্তু রহস্য খুব পছন্দ এই রাশি মহিলাদের। জ্যোতিষ বলছে, তাঁদের মন পেতে নিজের মধ্যে একটু রহস্য রাখুন।

কুম্ভ (২০ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি): বুদ্ধিমান মানুষ পছন্দ করেন এই রাশির নারীরা। নিজেরাও খুব প্রতিভাবান হন। সঙ্গীর মধ্যেও তেমন কিছুই খোঁজেন। আত্মবিশ্বাস ছাড়া এই রাশির নারীর দিকে এগোবেন না।

মীন (১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ): ভালোবাসা পেতে এবং ভালোবাসা দিতে খুবই পছন্দ করেন। পছন্দের মানুষের অতীত নিয়ে ভাবতে রাজি নন। বরং ভালোবাসা পেলেই তাতে খুশি এই রাশির নারীরা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy