সম্প্রতি পেন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক ১২২ জন কর্মজীবী বিবাহিত নারীর ওপরে সপ্তাহব্যাপী এক সমীক্ষা চালিয়ে দেখেছেন, নারীরা আসলে কর্মক্ষেত্র থেকে ঘরেই বেশি মানসিক চাপে থাকেন। আর এজন্য ঘরের তুলনায় তাঁরা কর্মক্ষেত্রে থাকার সময়টাই বেশি সুখের মনে করেন।
দিনের ভিন্ন ভিন্ন সময়ে তাঁদের মানসিক অবস্থা জেনে এই প্রতিবেদন দেওয়া হয়।
এই ফলাফলে অবাক হচ্ছেন? আরও অবাক করা বিষয় হচ্ছে পুরুষরা কিন্তু কর্মক্ষেত্রের তুলনায় ঘরেই বেশি সুখী। কারণ হিসেবে বলা হয়েছে, নারীরা খুব চাপ নিয়ে কাজ চালিয়ে যেতে পারেন না। কাজের ক্ষেত্রে সন্তুষ্টি না থাকলে তাঁরা অন্য কাজ দেখেন বা কাজ ছেড়েও দেন অনেকসময়।
অন্যদিকে, পুরুষের কাজ বা কাজের পরিবেশ পছন্দ না হলেও কাজটি তাঁকে বেশিরভাগ ক্ষেত্রেই করে যেতে হয়। যেজন্য ঘরে ফিরে তিনি অনেক রিল্যাক্সড ফিল করেন।