আঁটসাঁট বক্ষবন্ধনী শ্বাসকষ্ট বাড়াতে পারে ,সতর্ক করছেন চিকিৎসকরা

ছোট্ট এই পরিধেয় বস্ত্রটি নারীর জন্য গুরুত্বপূর্ণ। পুরো পৃথিবীতে কোটি কোটি নারী তাদের শরীরকে আরো আকর্ষণীয় দেখাতে যে অন্তর্বাস বা বক্ষবন্ধনী ব্যবহার করেন তার পেটেন্ট নথিভুক্ত করা হয় ১০০ বছরেরও বেশি সময় আগে। ১৯১৪ সালের ১২ ফেব্রুয়ার। ব্রা’র স্রষ্টা হলেন মেরি ফেল্পস জেকব। তবে সময়ের সঙ্গে সঙ্গে ব্রা এর চেহারা, সাইজ, রং, ডিজাইন অনেক কিছুই বদলেছে।

কিছু বক্ষবন্ধনীতে স্তনের আকার আরো সুন্দর করতে কিনারে গোল করে স্টিল বা পাত লাগানো হয়৷ এগুলো শরীরের জন্য ক্ষতি বা অ্যালার্জির কারণ হতে পারে।

বক্ষকে বেঁধে রাখতে বাজারে অনেক রকমের বক্ষবন্ধনী পাওয়া যায়৷ বিশেষজ্ঞদের পরামর্শ হলো শুধু মিষ্টি রং, সুন্দর ডিজাইন আর কম দাম দেখে নয়, স্বাস্থ্যের জন্য সেটা কতটা উপযোগী অর্থাৎ কাপড়ের মানও দেখা প্রয়োজন কিনা, সে বিষয়ে লক্ষ্য রাখা প্রয়োজন৷

তাছাড়া বেশি আঁটসাঁট ‘ব্রা’ পরলে শ্বাসকষ্টও হয় অনেকের। তাই বেশি বড় বা বেশি ছোট কোনোটাই ঠিক নয়৷ এতে হিতে বিপরীত হতে পারে৷

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy