হালফ্যাশনে স্ট্রেটনিং, ভুল হলে সৌন্দর্যেই লুকিয়ে মারাত্মক রোগ! জেনে সতর্ক থাকুন

হালফ্যাশনে রাজত্ব করছে স্ট্রেটনিং। তরুণী থেকে মধ্যবয়সিনী, পার্লারে গিয়ে স্ট্রেট করাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন,সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে মারণ রোগের উপাদান। সতর্ক করেছেন আয়ুর্বেদ চিকিৎসকরা।
ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের সাম্প্রতিক গবেষণা বলছে, হেয়ার স্ট্রেটনিং-এর জন্য যে রাসায়নিক ব্যবহার করা হয় তার থেকে ইউটেরাইন ক্যানসার হতে পারে৷ ডিম্পলের কথায়, আমাদের শরীরে ত্বক হল লার্জেস্ট ব্রিদিং অর্গান। যা এর উপর দেওয়া হয়, তা শোষণ করে নেয় ত্বক। ফলে গভীর বিপদ হতে পারে বলে মত এই আয়ুর্বেদ বিশেষজ্ঞের।

>>রাসায়নিকের তুলনায় ডিম্পল বরং মত দিয়েছেন ঘরোয়া উপাদান ব্যবহারের দিকে। তার মতে, যে সব নিরামিষ জিনিস আমরা খাই বা রান্নার উপকরণ হিসেবে ব্যবহার করি, তার অধিকাংশই ব্যবহার করা যায় ত্বকচর্চায়।

>>বাটারমিল্ক চুল স্ট্রেটনিংয়ে ব্যবহার করা যায়। এতে আছে ব্যাকটেরিয়াল এনজাইম। যার ফলে স্ক্যাল্প পরিষ্কার রেখে চুল মোলায়েম থাকে।

>>রাইস ওয়াটারও চুলের জন্য ভালো। চুলে ও স্ক্যাল্পে রাইস ওয়াটার লাগিয়ে অপেক্ষা করতে হবে ২০ মিনিট। তার পর কুসুম গরম জল দিযে ধুয়ে নিতে হবে। সপ্তাহে একবার করলেও চুলের ঔজ্বল্য আসবে চোখে পড়ার মতো।

>>রাতভর মেথি ভিজিয়ে রাখুন। তারপর সকালে ভেজানো মেথির সঙ্গে ব্লেন্ড করুন টক দই। এই মিশ্রণ ব্যবহার করুন শ্যাম্পু বা হেয়ারমাস্ক হিসেবে৷ এতে চুলের পুষ্টিসাধন হবে৷ স্বাভাবিক ভাবেই স্ট্রেট হবে চুল৷ শুষ্কতা দূর হয়ে চুলে আর্দ্রতা বজায় থাকবে।

>>কোনো উপাদান থেকে অ্যালার্জি বা অন্যান্য সমস্যা দেখা দিলে যোগাযোগ করতে হবে বিশেষজ্ঞের সঙ্গে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy