সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত লাইক পাওয়ার আকাঙ্ক্ষা এটি কোনো মানসিক রোগের লক্ষণ নয়তো

বর্তমান সময়ে জিমে গিয়ে বডি বিল্ড আপ করার চেয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করাটাই যেন একটা ট্রেন্ড। কিন্তু লন্ডনের ব্রুনেল বিশ্ববিদ্যালয় এক গবেষণা বলছে ভিন্ন কথা। তারা খুঁজে বের করেছেন- কেনো মানুষ এমন করে।

কারণ হিসেবে তারা মনে করছেন মানুষ তার শারীরিক সৌন্দর্য সামাজিক সাইটে প্রকাশের ক্ষেত্রে অস্থির হয়ে থাকে। গবেষকদের মতে, শরীরের এই পরিবর্তনের পেছনে কতোটা সময় ব্যয় হয়েছে এটাই তারা জিমে তোলা ছবির মাধ্যমে বন্ধুদের জানাতে চান। এ ধরনের ছবি পোস্ট করে অন্যান্য পোস্টের চেয়ে বেশি লাইক পান তারা। ফিটনেস রুটিন সম্পর্কিত ফেসবুক পোস্ট আপডেটে বন্ধুদের মনোযোগ আকর্ষণ করা সহজ বলছেন গবেষকেরা।

ব্রুনেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ড. মার্শাল মনে করেন, যারা এমন পোস্ট প্রায়ই করে থাকেন তাদের মূল লক্ষ্যই থাকে আত্মপ্রচার। লাইক-কমেন্ট বেশি-বেশি পাওয়া তখন পরিণত হয় এক ধরণের নেশায়। ড. মার্শাল দৃঢ়তার সঙ্গেই এটাকে একটি মারাত্মক মানসিক রোগ বলে আখ্যায়িত করেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy