সাবধান! টয়লেটের ঢাকনা খোলা রেখে ফ্লাশ করছেন? নিজের অজান্তেই ডেকে আনছেন মারাত্মক বিপদ

বাথরুম পরিষ্কার রাখলেই কি বিপদ শেষ? একদম নয়। গবেষণায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। আমরা যখন টয়লেটের ঢাকনা খোলা রেখে ফ্লাশ করি, তখন জলের তীব্র চাপে মলমূত্র মিশ্রিত সূক্ষ্ম জলের কণা বা ‘অ্যারোসল’ বাতাসের তোড়ে ৫-৬ ফুট উচ্চতা পর্যন্ত ছড়িয়ে পড়ে। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘টয়লেট প্লাম’ (Toilet Plume)।

এই অদৃশ্য ক্ষুদ্র কণাগুলোতে ই-কোলাই, সালমোনেলা বা শিহেলার মতো মারাত্মক সব জীবাণু থাকে। খোলা অবস্থায় ফ্লাশ করলে এই জীবাণুগুলো অনায়াসেই আপনার বাথরুমে রাখা টুথব্রাশ, তোয়ালে কিংবা সাবানের ওপর গিয়ে আস্তানা গেড়ে বসে। যা থেকে পরবর্তী সময়ে টাইফয়েড, ডায়রিয়া বা ত্বকের ইনফেকশন হওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সংক্রমণ থেকে বাঁচতে সর্বদা টয়লেটের ঢাকনা নামিয়ে তবেই ফ্লাশ করা উচিত। এতে ক্ষতিকারক কণাগুলো টয়লেটের ভেতরেই সীমাবদ্ধ থাকে এবং বাতাসে ছড়িয়ে পড়ার সুযোগ পায় না। সুস্থ থাকার জন্য এই ছোট অভ্যাসটি অত্যন্ত কার্যকর।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy