যেসব নিয়মে জল পান করলে পেশী শক্ত হয়, দূরে থাকে অনেক রোগ! জেনেনিন গবেষণার মতামত

আপনি কি জানেন শুধুমাত্র নিয়মমাফিক জল খেলেই আপনার অর্ধেক রোগ সমাধান হয়ে যাবে। শুধু জল পান করেই আপনি থাকবেন সুস্থ ও তরতাজা। তবে অনেকেই জানেন না কখন জল খাবেন আর কখন খাবেন না। চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক।

আমরা অনেকেই জানি, খালিপেটে একগ্লাস জল পান করলেই বোধ হয় মিটে গেল। না, বিষয়টা ঠিক তেমন নয়।

এখন জেনে রাখুন, শুধু খালি পেটেই নয়, ঘুম থেকে উঠে বাসি মুখে জল খাওয়ার উপকারিতা অনেক বেশি। মানে, ব্রাশ করার আগেই খান জল খেতে হবে। এতে করে উপকারিতাও অনেক বেশি।

এটা যদি অভ্যেস করতে পারেন, তাহলে অনেক রোগ আপনার কাছে ঘেষতে পারবে না। প্রথমে একসাথে বেশি জল খেতে না পারলে আস্তে আস্তে অভ্যেস করুন।

১-২ গ্লাস থেকে শুরু করে ৪-৫ গ্লাস জল খাওয়া শুরু করুন। এতে শরীরের পেশি ভাল থাকবে, শরীরে নতুন কোষ তৈরি হবে।

মেটাবলিজম রেটও বাড়বে শতকরা ২৪ ভাগ। আর জল পানে আপনার রক্ত পরিষ্কার হবে। সব মিলিয়ে আপনি সারদিন ধরে তরতাজা থাকবেন।

তবে রাতে যথাসম্ভব জল খুব বেশি না খাওয়ার চেষ্টা করুন। এতে করে ঘুমাতে যাওয়ার পর বিভিন্ন সমস্যা দেখা দেবে।

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy