ভালোবেসে হাতে হাত রাখার বিস্ময়কর কিছু উপকারিতা ,বেশিরভাগ মানুষেরই রয়েছে অজানা

প্রিয় মানুষটির হাতে হাত রাখলে শুধু ভালোবাসাই বাড়ে না, বাড়ে সুস্থ থাকার সম্ভাবনাও। বিখ্যাত মনোবিজ্ঞানীদের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, যেসব প্রেমিক-প্রেমিকা কিংবা দম্পতি নিয়মিত একে অপরের হাতে হাত রাখেন তারা তুলনামূলক বেশি সুস্থ থাকেন।

লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির গবেষকদের সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য। কয়েক হাজার দম্পতির মধ্যে একটি পরীক্ষা চালান তারা। তাতে দেখা যায়, ভালোবাসা বোঝাতে হাতে হাত রাখেন এমন দম্পতির প্রায় ৭৫ শতাংশই সঙ্গীর চাহিদা ও অব্যক্ত কথা প্রায়শই বুঝে যান। বাকি ২৫ শতাংশ অল্প ইঙ্গিতেই বোঝেন সঙ্গীর মনের কথা।

গবেষণার আয়োজক ম্যাথু হার্টেনস্টেনের মতে, শুধু মানসিক বোঝাপড়াই নয়, হরমোন অক্সিটোসিন ক্ষরণে সাহায্য করে হাতের উপর হাত রাখার অভ্যাস। এই উষ্ণতাতেই যৌন জীবন, একে অন্যের প্রতি সহমর্মী ও বিশ্বাসী হয়ে ওঠার ঝোঁক বাড়ে।

শুধু মনের চাপই নয়, শরীরে ব্যথা-বেদনার দাওয়াইও যে ভালোবেসে হাত ধরার মধ্যে লুকিয়ে তা বিভিন্ন গবেষণায় দাবি করেছেন কলোরাডো বোল্ডার ইউনিভার্সিটির গবেষকেরা।

গবেষণায় দেখা গেছে, দিনের অন্তত পাঁচ-দশ মিনিট সঙ্গীর হাত ধরে বসে থাকেন এমন মানুষদের ক্ষেত্রে ব্যথা-বেদনায় ভোগার সম্ভাবনা কমে যায় প্রায় ৬৫ শতাংশ। এখানেও প্রায় ১২০০ দম্পতির উপর পরীক্ষা চালান গবেষকেরা।

বিহেভিওরাল মেডিসিন জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, হাতে হাত রাখার অভ্যাস নিয়ন্ত্রণে রাখে রক্তচাপ। হার্টের অসুখকেও দূরে রাখে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy