বিবাহিতের চেয়ে অবিবাহিত নারী বেশি সুখী, : সমীক্ষা

‘বিয়ে কর, বিয়ে কর’ শুনতে শুনতে যেসব ‘বিবাহযোগ্য’ মেয়ে পাগল হওয়ার উপক্রম, তারা বাড়িতে নতুন একটি গবেষণার ফলাফল শুনিয়ে দিতে পারেন। আমেরিকান টাইমস সার্ভে (এটিইউএস) বলছে, স্বামী-সন্তান না থাকা অবিবাহিত মেয়েরা বিবাহিতদের থেকে বেশি সুখী জীবন-যাপন করেন।

ওই গবেষণার বরাত দিয়ে ভারতীয় ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, স্বামী সামনে থাকলে মেয়েরা কেবল নিজেকে ‘সুখী’ বলে। কিন্তু স্বামী সরে গেলেই তারা ‘আসল ব্যাপার’টি প্রকাশ করে।

লন্ডন স্কুল অব ইকোনমিকসের আচরণগত বিজ্ঞানের প্রফেসর পল ডোলানও এই গবেষণার সঙ্গে একমত, ‘বিয়ে থেকে পুরুষেরা উপকৃত হয় আর পরিণয়ের আগে মেয়েরা তুলনামূলক বেশি সুখী থাকে।’

এই গবেষণার উদ্ধৃতি দিয়ে ডোলান বলছেন, ‘বিয়ের পর একজন পুরুষ শান্ত হয়ে যায়, কিছু ঝুঁকি নেয়, আয় বাড়ে, বেশি দিন বাঁচে।’

মেয়েদের প্রসঙ্গ আসতেই তিনি বলেন, ‘সেই তুলনায় মেয়েদের স্বাস্থ্যগত পরিবর্তন কিছুটা নেতিবাচক হয়।’

বিপণন বিষয়ক সংস্থা মিন্টেল আরেকটি জরিপে বলছে, কমপক্ষে ৬১ শতাংশ সিঙ্গেল নারী নিজেকে সুখী বলে দাবি করেন। জরিপে অংশ নেওয়া ৭৫ শতাংশ নারী বলছেন, তারা সঙ্গীর খোঁজ করেন না!

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy