বাস্তু মতে বাড়িতে মাছের অ্যাকুয়ারিয়াম রাখা শুভ। বলা হয় বাড়িতে কোনও কিছু নেতিবাচক থাকলে তা বদলে মুহূর্তে বাড়ির পরিবেশ ইতিবাচক করে তোলে মাছের অ্যাকুয়ারিয়াম। বলা বাহুল্য শুধু ইতিবাচক পরিবেশের জন্যেই নয় বরং মাছের অ্যাকুয়ারিয়াম অন্দরসজ্জাতেও এক অন্য মাত্রা যোগ করে। তাই বাড়িতে আপনিও যদি মাছের অ্যাকুয়ারিয়াম রাখতে চান তা হলে অ্যাকুয়ারিয়ামে ভুলেও মাংসাশী মাছের সঙ্গে নিরামিষাশী মাছ রাখবেন না। তেমনটা হলে মাংসাশী মাছগুলো এই নিরামিষাশী মাছগুলোকে খেয়ে ফেলে। বাড়িতে মাছের অ্যাকুরিয়াম রাখতে চাইলে এই সব মাছ বাছতে পারেন-
মিকি মাউস প্লেটি(Mickey Mouse Platy)
প্রথমবারের জন্য কালারফুল এই মিকি মাউস প্লেটি কিংবা মুনফিশ বাছতে পারেন। এই মাছগুলোর যত্ন নেওয়াও বেশ সহজ এবং এরা নানা রকমের জলের সঙ্গে নিজেদের মানিয়ে নেয়। কমলা ও সাদা রঙয়ের এই মাছগুলোর ল্যাজার এমনভাবে কালো ছোপ রয়েছে যা দেখে মনে হয় যেন জনপ্রিয় কার্টুন ক্যারেকটার মিকি মাউস যেন লুকিয়ে আছে। আর তাই এই নাম।
গাপ্পি মাছ (Guppy Fish)
নানা রঙয়ের এই গাপ্পি মাছের প্রজনন ক্ষমতা খুব বেশি এবং এরা খুব দ্রুত ডিম দেয়। তাই দেখতে যতই সুন্দর হোক না কেন এই মাছ খুব বেশি হলে দু’জোড়া নেবেন।
জেব্রা ফিশ(Zebra Fish)
অ্যাকুয়ারিয়ামে রাখার মাছ হিসবে এই জেব্রা ফিশ বেশ জনপ্রিয়। জিরাফের গায়ের মতো ডোরা কাটা নানা রঙয়ের এই মাছগুলি দেখতে বেশ আকর্ষণীয়।
নিঅন ট্রেটা (Neon Tetra)
ফ্রেশ ওয়াটারের এই লাল নিল লাইনের এই মাছগুলি ভীষণ আকর্ষণীয়। অ্যাকুয়ারিয়ামে রাখার পক্ষে একেবারে পার্ফেক্ট।
হার্লেকুইন রাসবোরা(Harlequin Rasbora)
রুবি রঙয়ের এই ছোট ছোট মাছগুলি ট্যাঙ্কের ভেতরে ঘোরাফেরা করার মাঝে মাঝেই সোনালী ছটা ছড়াতে থাকে।
গ্লোলাইট টেট্রা (Glow Light tetra)
প্রায় চার সেন্টিমিটারের এই মাছগুলি দেখতে যেমন আকর্ষণীয় এগুলির যত্ন নেওয়া ঠিক ততটাই সহজ। আর এগুলো নানা রকমের অ্যাকুয়ারিয়াম এনভায়রনমেন্টের সঙ্গে ভাল ভাবেই নিজেদের মানিয়ে নেয়। এগুলি পাঁচ বছর পর্যন্ত বেঁচে থাকে। অ্যাকুয়ারিয়ামে অন্তত ৬টি এই গ্লোলাইট টেট্রা রাখতে পারেন।