একদিনেই ব্রণ দূর করার উপায় জানালেন শ্রদ্ধা, আপনিও জানতে চাইলে পড়ুন

নায়িকাদের সৌন্দর্যে আমরা মুগ্ধ হই। তাদের কোমল ও আকর্ষণীয় ত্বকের রহস্য জানতে চায় সবাই। অভিনয়, নাচ ও সৌন্দর্য দিয়ে বলিউডে এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছেন শ্রদ্ধা কাপুর।

তার জীবন-যাপন সম্পর্কে সব সময়ই জানতে আগ্রহী ভক্তকূল। তার কোমল ত্বকের রহস্য জানতে চান অনেকেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ভক্তদের উদ্দেশে ব্রণ দূর করার উপায় সম্পর্কে বলেছেন। তিনি বলেন, সবারই মুখের ত্বকের প্রতি বেশি যত্নবান হওয়া উচিত। এজন্য অবশ্যই প্রাকৃতিক উপাদানের প্রতি আস্থা রাখতে হবে। এ অভিনেত্রী জানান, ত্বকের বিভিন্ন সমস্যার মধ্যে তিনি সবচেয়ে বেশি ব্রণের সম্মুখীন হয়ে থাকেন। যা তার জন্য বেশ বিব্রতকর।

শ্রদ্ধা বলেন, ব্রণের সঙ্গে লড়াই করার জন্য আমার কাছে একটি সহজ উপায় রয়েছে!

ব্রণ দূর করতে টুথপেস্ট ব্যবহার করেন শ্রদ্ধা। তিনি বলেন, টুথপেস্ট ব্যবহারের একদিনের মধ্যেই শুকিয়ে যায় ব্রণ।

কীভাবে টুথপেস্ট ব্রণ নিরাময় করে? জানা যায়, আসলে টুথপেস্টে থাকে সিলিকা। যা ত্বকের আর্দ্রভাব কমিয়ে ফেলে। এ জন্য ভেতর থেকে ব্রণ শুকিয়ে যায়।RS

এ জন্য রাতে ঘুমানোর আগে টুথপেস্টের প্রলেপ লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। সকালে উঠে দেখবেন, ব্রণের ফোলা ভাব অনেকটা কমে গেছে আর ব্যথাও অনেকটা ভালো হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy