এই উপসর্গগুলো দেখা দিলে অবিলম্বে ডাক্তারের কাছে যান,

ক্ক বা কিডনি আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। কিডনি আক্রান্ত হলে একের পর এক জটিলতা বা সমস্যা শরীরে দাঁনা বাঁধতে শুরু করে। কিডনির অসুখ আসলে নিরব ঘাতক। কারণ, এর কোন নির্দিষ্ট উপসর্গ হয় না। তবে কয়েকটি সাধারণ উপসর্গ দেখলে আগে থেকে সচেতন হওয়া দরকার।

১. বার বার প্রস্রাবের সংক্রমণ হলে চিকিৎসকের পরামর্শনুসারে অবশ্যই মূত্র (ইউরিন) পরীক্ষা করে নেওয়া উচিত। পরীক্ষায় কোন ত্রুটি সনাক্ত হলে অবশ্যই নেফ্রোলজিস্ট বা কিডনি রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

২. খাবারে অনীহা বা ক্ষুধা কমে যাওয়া বা সারাক্ষণ বমি বমি ভাবও কিডনির সমস্যার উপসর্গ।

৩. অল্পতেই ক্লান্ত হয়ে পড়া, অল্পতেই পরিশ্রমে হাঁপিয়ে ওঠা, শ্বাস-প্রশ্বাসের কষ্ট হওয়ার পেছনেও লুকিয়ে থাকতে পারে কিডনির সমস্যা।

৪. কিডনির সমস্যা থাকলে বার বার প্রস্রাবের সংক্রমণ হতে পারে, প্রস্রাবের সময় জ্বালা বা ব্যথাও হতে পারে।

৫. রক্তচাপ বা ব্লাড প্রেসার দ্রুত ওঠানামা বা সকালে ঘুম থেকে ওঠার পর যদি চোখ, মুখ, পা ফোলা থাকে তবে তা কিডনির সমস্যার উপসর্গ হতে পারে।

তবে আপনি কিডনি জনিত সমস্যায় বুগছেন কিনা তা জানতে অবশ্যই কিডনি রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। যদি মনে করেন উপরিক্ত উপসর্গগুলো আপনি অনূভব করছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy