অতিরিক্ত মাউথওয়াশ ব্যবহারে স্বাস্থ্যের ঝুঁকি! জেনেনিন

মুখের গন্ধ দূর করতে কিংবা দাঁতের চিকিৎসায় মাউথওয়াশ পরিমিত মাত্রায় ব্যবহার করতে পারেন। কিন্তু এটি মাত্রাতিরিক্ত ব্যবহার করা থেকে বিরত থাকুন। কারণ গবেষকরা বলছেন, মাউথওয়াশ বেশি মাত্রায় ব্যবহার করলে তা ক্যান্সারেরও কারণ হতে পারে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে মিরর।
ধূমপায়ী ও অ্যালকোহল সেবীরা অনেকেই মুখের গন্ধ দূর করার জন্য মাউথওয়াশ ব্যবহার করেন। তবে এটি তাদের উপকারের তুলনায় ক্ষতির কারণ হতে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা। তারা বলছেন, এটি দিনে দুইবারের বেশি ব্যবহার করা মোটেই উচিত নয়।

মাউথওয়াশের বাড়তি ব্যবহারের সঙ্গে ক্যান্সারের পরিষ্কার একটি সম্পর্ক খুঁজে পেয়েছেন গবেষকরা। এ গবেষণায় ইউরোপে প্রচলিত জনপ্রিয় ‘ব্রেথ-ফ্রেশনিং’ পণ্যগুলোর ঝুঁকি বিবেচনা করা হয়।

এ বিষয়ে গবেষণাটির প্রধান ড. ডেভিড কনওয়ে। তিনি ইউনিভার্সিটি অব গ্লাসগোর গবেষক। তিনি বলেন, ‘আমরা দেখেছি মাউথওয়াশের বাড়তি ব্যবহার বিশেষ করে দিনে তিন বা তার বেশিবার ব্যবহার করা হলে তা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।’

তিনি আরও বলেন, ‘আমি জানি কিছু মানুষ যারা নিয়মিত ধূমপান ও অ্যালকোহল গ্রহণ করার পাশাপাশি তার গন্ধ দূর করার জন্য অতিরিক্ত পরিমাণে মাউথওয়াশ ব্যবহার করেন।’

ড. কনওয়ে মাত্রাতিরিক্ত মাউথওয়াশ ব্যবহারের এ প্রবণতাকে অত্যন্ত বিপজ্জনক ও এর কারণে ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায় বলে জানাচ্ছেন। পাশাপাশি তিনি জানান, যতটা সম্ভব কম করে এটি ব্যবহার করতে হবে।

তবে দন্তচিকিৎসক কখনও কখনও মাউথওয়াশ ব্যবহার করার নির্দেশনা দেন। এ প্রসঙ্গে ড. কনওয়ে জানান, দন্তচিকিৎসক যদি মাউথওয়াশ ব্যবহারের পরামর্শ দেন তাহলে তা ব্যবহার করা যাবে। কিন্তু নির্দিষ্ট মাত্রার বেশি কখনোই নয়। আর চিকিৎসকের পরামর্শমতো ব্যবহার শেষ হওয়ার পর তা ব্যবহার করার প্রয়োজন নেই।

মুখের স্বাস্থ্য ঠিক রাখার জন্য মাউথওয়াশ নয় বরং নিয়মিত দাঁত ব্রাশ ও ফ্লস করা যেতে পারে। এ ছাড়া কোনো সমস্যায় দন্তচিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত। বাড়তি মাউথওয়াশ ব্যবহার কোনো সমাধান আনবে না।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy