গর্ভবতী হওয়ার পর এই পাঁচটি সমস্যা সবারই হয় কিন্তু কেন জেনেনিন সেই কারণ

গর্ভবতী হওয়ার পর হবু মায়ের শরীরে নানারকম জটিলতা দেখা দিতে পারে। এর মধ্যে পাঁচটি সমস্যা খুব সাধারণ‌। জেনে নিন এই সমস্যাগুলি কেন হয়।

বমি ও মাথাব্যথা: গর্ভবতী হওয়ার পর প্রথম ট্রাইমেস্টারে প্রায়ই বমি ও মাথাব্যথা হয়। সাধারণত সকালের দিকে এই সমস্যা হয় বলে একে মর্নিং সিকনেসও বলে। সাধারণত ডায়েট ও স্ট্রেস থেকে এই সমস্যা দেখা দেয়।
পেটে ব্যথা: গর্ভধারণের সময় পেটের পেশি ধীরে ধীরে প্রসারিত হয়। এই সময় প্রচন্ড পেশির ব্যথা হতে থাকে। এই ব্যথা কমাতে হালকা গরম জলে রোজ স্নান করুন।
স্পটিং ও ব্লিডিং: প্রথম ট্রাইমেস্টারে অল্প রক্তপাত হওয়া স্বাভাবিক। এটি গর্ভপাতের লক্ষণ নয়। এই সময় ভ্রুণ জরায়ুর মধ্যে ঠিকভাবে প্রোথিত হয়। এছাড়াও হরমোনের মাত্রা ওঠানামা করে। তাই রক্তপাত হয়।
কোমরে ব্যথা: গর্ভধারণের পর আরেক সমস্যা হল কোমরে ব্যথা। ওজন বেশি হলে এই সমস্যা আরও বেড়ে যায়। স্বাস্থ্যকর খাবার খেলে ও নিয়মিত ব্যায়াম করলে এই ব্যথা অনেকটাই কমানো যেতে পারে।
বারবার প্রস্রাব: গর্ভবতী থাকাকালীন মায়েদের শরীরে প্রচুর পরিমাণে তরল উৎপন্ন হয়। কিডনি অনেক সক্রিয়ভাবে কাজ করে। এতে বারবার প্রস্রাবে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে। আর এটা খুব স্বাভাবিক।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy