চোখের কর্নিয়ায় আঘাত লাগলে যেসব কাজ করবেন না, দেখে নিন

চোখের কর্নিয়ায় আঘাত লাগতে পারে। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় আঘাত লাগার পরে চিকিৎসকের পরামর্শ না নিয়ে নিজের মত করে ঘরে অনেক কিছুই করে থাকেন।এতে চোখের অনেক বড় ক্ষতি হতে পারে।

অনেক সময় দেখা যায়, নখের আঁচড়, নখ কাটার সময় তা ছিটকে চোখে লাগতে পারে, কলম বা পেনসিলের খোঁচাও লাগতে পারে। যা কিছুই হোক না কেন আপনার চোখে কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

চোখের আঘাতের বিষয়ে একটি বেসরকারি টেলিভিশনে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন বসুন্ধারা আই হাসপাতালের রিসার্চ সেন্টারের পরিচালক ও পরামর্শক অধ্যাপক ডা. সালেহ আহমেদ।

আসুন জেনে নেই চোখের কর্নিয়ায় আঘাত লাগলে কী করবেন?

যেভাবে বুঝবেন চোখে সমস্যা

১. কর্নিয়ায় আঘাত লাগলে চোখে ব্যথা ও আলোর দিকে তাকাতে পারবেন না।

২. জল ঝরা ও চোখ লাল হওয়া।

৩. জ্বালাপোড়া ও ভেতরে কিছু আছে বলে অনুভূতি হতে পারে।

৪. চোখ বুজতে বা পলক ফেলতে গেলে ব্যথা বাড়ে।

৫. কর্নিয়ায় আঘাত মারাত্মক হলে আপনি চোখ বুজতেই পারবেন না।

কী করবেন

১. কর্নিয়ায় আঘাত লাগলে অবশ্যই সঙ্গে সঙ্গে প্রচুর জল দিয়ে চোখ ধুয়ে ফেলুন।

২. এরপর চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

৩. অ্যান্টিবায়োটিক মলম দিয়ে প্যাড ও ব্যান্ডেজের সাহায্যে চোখকে বিশ্রাম দিন।

৪. চোখে আঘাত লাগলে নিজে থেকে কোনো ওষুধ ব্যবহার করা যাবে না।

সতর্কতা

ধুলাবালি বা ক্ষুদ্র কণা ওড়ে (যেমন নির্মাণকাজ) এমন জায়গায় রোদচশমা পরতে হবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy