গর্ভবতী হওয়ার পর হবু মায়ের শরীরে নানারকম জটিলতা দেখা দিতে পারে। এর মধ্যে পাঁচটি সমস্যা খুব সাধারণ। জেনে নিন এই সমস্যাগুলি কেন হয়।
বমি ও মাথাব্যথা: গর্ভবতী হওয়ার পর প্রথম ট্রাইমেস্টারে প্রায়ই বমি ও মাথাব্যথা হয়। সাধারণত সকালের দিকে এই সমস্যা হয় বলে একে মর্নিং সিকনেসও বলে। সাধারণত ডায়েট ও স্ট্রেস থেকে এই সমস্যা দেখা দেয়।
পেটে ব্যথা: গর্ভধারণের সময় পেটের পেশি ধীরে ধীরে প্রসারিত হয়। এই সময় প্রচন্ড পেশির ব্যথা হতে থাকে। এই ব্যথা কমাতে হালকা গরম জলে রোজ স্নান করুন।
স্পটিং ও ব্লিডিং: প্রথম ট্রাইমেস্টারে অল্প রক্তপাত হওয়া স্বাভাবিক। এটি গর্ভপাতের লক্ষণ নয়। এই সময় ভ্রুণ জরায়ুর মধ্যে ঠিকভাবে প্রোথিত হয়। এছাড়াও হরমোনের মাত্রা ওঠানামা করে। তাই রক্তপাত হয়।
কোমরে ব্যথা: গর্ভধারণের পর আরেক সমস্যা হল কোমরে ব্যথা। ওজন বেশি হলে এই সমস্যা আরও বেড়ে যায়। স্বাস্থ্যকর খাবার খেলে ও নিয়মিত ব্যায়াম করলে এই ব্যথা অনেকটাই কমানো যেতে পারে।
বারবার প্রস্রাব: গর্ভবতী থাকাকালীন মায়েদের শরীরে প্রচুর পরিমাণে তরল উৎপন্ন হয়। কিডনি অনেক সক্রিয়ভাবে কাজ করে। এতে বারবার প্রস্রাবে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে। আর এটা খুব স্বাভাবিক।