৫২ বছর বয়সী সঞ্জয় মিশ্রার সঙ্গে ফের বিয়ে! কনের সাজে মহিমা চৌধুরীর ভাইরাল ভিডিয়ো ঘিরে হইচই

চলচ্চিত্র জগৎ থেকে দীর্ঘদিন দূরে থাকার পরেও অভিনেত্রী মহিমা চৌধুরী (Mahima Chaudhry) সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছেন। প্রত্যেকেই এখন তাঁর বিয়ে নিয়ে আলোচনায় সরব, তাও আবার ৫২ বছর বয়সী অভিনেতা সঞ্জয় মিশ্রার (Sanjay Mishra) সঙ্গে!

ভাইরাল ভিডিয়োর চিত্র:

গতকাল অর্থাৎ বুধবার (২৯ অক্টোবর, ২০২৫) মহিমা চৌধুরীকে গোলাপি রঙের জমকালো বিয়ের পোশাকে এবং প্রবীণ অভিনেতা সঞ্জয় মিশ্রাকে বরের পোশাকে দেখা যায়। এই তারকা জুটি যখন পাপারাৎজিদের সামনে পোজ দিচ্ছিলেন, তখন উপস্থিত সকলে অবাক হন। এই সময় মহিমাকে বলতে শোনা যায়, উপস্থিত ফটোগ্রাফার বন্ধুরা যেন মিষ্টি খেয়ে যান। এই ভিডিয়োটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনরা দুই তারকার দ্বিতীয়বার বিয়ে নিয়ে আলোচনা শুরু করেন।

দীর্ঘ বিরতির পর সিনেমা জগতে ফিরলেও, মহিমা বর্তমানে লাইমলাইটে কম সক্রিয়। কিন্তু তাঁর এই ‘ব্রাইডাল লুক’-এর জন্যই তিনি গুগলে ট্রেন্ডিং করছেন।

ভাইরাল ভিডিয়োর আসল সত্য:

আসলে বলিউডে তারকাদের জীবনের ঘটনা অনেক সময়ই বিভ্রান্তি তৈরি করে। এক্ষেত্রেও মহিমা ও সঞ্জয়ের ভিডিয়ো দেখে দর্শক ও অনুরাগীরা ভুল বুঝেছিলেন। অবশেষে জানা গিয়েছে যে, মহিমা এবং সঞ্জয় তাঁদের আসন্ন সিনেমা ‘দুর্লভ প্রসাদ কী দুসরি শাদি’ (Durlabh Prasad Ki Doosri Shadi)-এর প্রচারের জন্য এই লুকে সামনে এসেছেন। এই সিনেমায়, মহিমাকে সঞ্জয় মিশ্রের দ্বিতীয় স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সিনেমাটি শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

মহিমা চৌধুরীর প্রত্যাবর্তন:

দীর্ঘ আট বছর বিরতি কাটিয়ে মহিমা চৌধুরী আবার সিনেমার জগতে ফিরেছেন। ২০২৪ সালে তিনি ‘সিগনেচার’ দিয়ে বলিউডে প্রত্যাবর্তন করেন। এরপর তাঁকে কঙ্গনা রানাওয়াত অভিনীত ‘এমারজেন্সি’ এবং ইব্রাহিম আলি খান-খুশি কাপুর অভিনীত ‘নাদানিয়ান’ সিনেমায় দেখা গিয়েছে। বর্তমানে তিনি ‘দুর্লভ প্রসাদ কী দুসরি শাদি’ সিনেমা নিয়ে ব্যস্ত।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy