বলিউডের অন্যতম সফল পরিচালক হয়েও আজও তাঁর ঝোলাতে জোটেনি কোনো বড় পুরস্কার! ‘গোলমাল’ থেকে ‘সিংহম’—একটার পর একটা ব্লকবাস্টার ছবি উপহার দিলেও রোহিত শেঠি মনে করেন, পুরস্কারের সঙ্গে তাঁর সম্পর্কটা যেন সাপে-নেউলে। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে মজার ছলে পরিচালক বলেন, “১৭টা ছবি হয়ে গিয়েছে, কিন্তু পুরস্কার আর আমার মধ্যে দূর-দূরান্তের কোনো সম্পর্ক নেই। ওসব অনুষ্ঠানে আমি কেবল হোস্টিং করতেই যাই।”
পুরস্কারের পাশপাশি ইদানীংকালে মাথাচাড়া দেওয়া উত্তর-দক্ষিণ ছবির বিতর্ক নিয়েও কড়া জবাব দিয়েছেন রোহিত। আনন্দ এল. রাই এবং মনোজ তিওয়ারিদের উপস্থিতিতে তিনি মনে করিয়ে দেন যে, ১৯৫০-এর দশক থেকেই দক্ষিণ ও উত্তরের মধ্যে আদান-প্রদান চলছে। রোহিতের কথায়, “সোশ্যাল মিডিয়ার দৌলতে পৃথিবী এখন হাতের মুঠোয়। তাই উত্তর না দক্ষিণ—এসব ভুলে আমাদের উচিত একযোগে ‘ভারতীয় সিনেমা’ হিসেবে কাজ করা, যাতে আন্তর্জাতিক মঞ্চে আমরা শুধু ভারতীয় হিসেবেই পরিচিতি পাই।” ২০২৪-এ তাঁর হেভিওয়েট ছবি ‘সিংহম এগেইন’ বক্স অফিসে ৩৭২.৪ কোটি আয় করলেও রোহিত আজও সাধারণ দর্শকের হাততালিকেই তাঁর সেরা প্রাপ্তি বলে মনে করেন।