হৃদরোগে প্রয়াত গায়ক ঋষভ ট্যান্ডন, স্বামীর স্মৃতিতে আবেগঘন বার্তা দিলেন স্ত্রী ওলেসিয়া_ ‘তুমি আমার মনের সম্রাট’

অমিতাভ বচ্চনের পরিবার মুম্বইয়ে নতুন ঠিকানা পেল। তাঁর জামাই এবং এসকর্টস কুবোটা লিমিটেডের চেয়ারম্যান-ম্যানেজিং ডিরেক্টর নিখিল নন্দা শহরের অন্যতম অভিজাত এলাকা জুহুতে প্রায় ২৮ কোটি টাকার একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। উল্লেখ্য, এই জুহুতেই বচ্চন পরিবারের বিখ্যাত বাংলো ‘প্রতীক্ষা’ ও ‘জলসা’ অবস্থিত।

রিয়েল এস্টেট গবেষণা ও তথ্য সংস্থা লাইসেস ফরাস-এর নথি অনুযায়ী, গত ১৬ অক্টোবর এই সম্পত্তি কেনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রায় ৩ হাজার ৫৫০ বর্গফুট আয়তনের এই ফ্ল্যাটটির সঙ্গে রয়েছে ৪১১ বর্গফুটের অতিরিক্ত টেরেস এবং তিনটি গাড়ি রাখার জায়গা। বর্তমানে দিল্লিতে বসবাস করলেও, এই বিনিয়োগ ইঙ্গিত দিচ্ছে যে নিখিল নন্দা এখন বচ্চন পরিবারের সঙ্গে মুম্বইয়ে আরও বেশি সময় কাটাতে পারেন।

হৃদরোগে প্রয়াত গায়ক ঋষভ ট্যান্ডন

জনপ্রিয় গায়ক ঋষভ ট্যান্ডন হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৩৫ বছর বয়সে প্রয়াত হয়েছেন। তাঁর আকস্মিক প্রয়াণে ভক্ত ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঋষভ ‘ইয়ে আশিকি’, ‘ইশক ফকিরানা’ এবং ‘চাঁদ তু’-এর মতো জনপ্রিয় সব গানের জন্য পরিচিত ছিলেন।

ঋষভের স্ত্রী ওলেসিয়া নেদোবেগোভা ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে তোলা একাধিক ছবি শেয়ার করে আবেগঘন বার্তায় শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লিখেছেন, “আমি কিছুই বলতে পারছি না… তুমি আমাকে ছেড়ে চলে গেলে… আমার স্বামী, প্রিয় বন্ধু, সঙ্গী… আমি প্রতিজ্ঞা করছি, তোমার সব স্বপ্ন পূরণ করব… তুমি মারা যাওনি, তুমি আছো আমার সঙ্গে—আমার আত্মায়, আমার হৃদয়ে, আমার ভালবাসায়, আমার মনের সম্রাট।”

হাসপাতালে ভর্তি চিত্রাঙ্গদা সিং, ভক্তরা চিন্তিত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং, যিনি সম্প্রতি ‘হাউসফুল ৫’ ছবিতে অভিনয় করেছেন, হঠাৎই হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার রাতে তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেন, যেখানে তাঁকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যায় এবং তাঁর হাতে স্যালাইন লাগানো ছিল।

যদিও কিছুক্ষণ পরই তিনি পোস্টটি মুছে ফেলেন। ছবিটির ক্যাপশনে চিত্রাঙ্গদা লিখেছিলেন, “আশা করছি, খুব শিগগিরই খরগোশের মতো দৌড়ে ফিরব।” তাঁর এই পোস্ট দ্রুত ভাইরাল হতেই ভক্তরা চিন্তিত হয়ে পড়েন এবং দ্রুত আরোগ্য কামনা করে মন্তব্য করতে থাকেন। তবে অভিনেত্রী এখনও পর্যন্ত তাঁর অসুস্থতা বা হাসপাতালে ভর্তির কারণ নিয়ে কোনো মন্তব্য করেননি।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy