হিরের সন্ধানে ‘রাজা রায়চৌধুরী’! বড়দিনে বড় ধামাকা, প্রসেনজিতের নতুন অভিযানের টিজার কি কাঁপাবে বক্সঅফিস?

বড়দিন মানেই নতুন উপহার, আর সেই উপহারের তালিকায় এবার বড়সড় চমক দিলেন টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ফের একবার বড় পর্দায় ফিরছে বাঙালির প্রিয় অ্যাডভেঞ্চার হিরো ‘রাজা রায়চৌধুরী’ ওরফে কাকাবাবু। হিরের সন্ধানে এবার তাঁর গন্তব্য বিজয়নগর। বড়দিনেই প্রকাশ্যে এল প্রসেনজিৎ অভিনীত নতুন ছবি ‘বিজয়নগরের হীরে’-র প্রথম টিজার।

২০২৬ সালের ২৩ জানুয়ারি, নেতাজি জয়ন্তীর শুভক্ষণে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি। এসভিএফ (SVF) এবং এন আইডিয়াজ ক্রিয়েশন-এর যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিতে কাকাবাবুর সঙ্গে সন্তু তো থাকছেই, পাশাপাশি দেখা যাবে জোজো, রিঙ্কু এবং রঞ্জনাকে। তবে এবার ছবির ব্যাটন সৃজিত মুখোপাধ্যায়ের হাতে নয়, পরিচালনার দায়িত্বে রয়েছেন চন্দ্রাশীষ রায়। এর আগে ‘মিশর রহস্য’, ‘ইয়েতি অভিযান’ এবং ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এর পর এই নতুন সিরিজ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। কয়েক সেকেন্ডের টিজারে ইন্দ্রদীপ দাশগুপ্তের আবহ সঙ্গীতে তৈরি হয়েছে টানটান রহস্য ও অ্যাডভেঞ্চারের মেজাজ।

তবে এই সুখবরের মাঝেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ঘিরে দানা বেঁধেছে নতুন বিতর্ক। সম্প্রতি একটি গ্রাম্য অনুষ্ঠানে অর্থাৎ ‘মাচা শো’-তে তাঁর নাচের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনদের একাংশ বুম্বাদাকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। কেউ লিখেছেন, “নব্বইয়ের দশক জুড়ে জঘন্য অভিনয় আর নিম্নমানের সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রি শেষ করে দিয়েছেন,” আবার কেউ খোঁচা দিয়ে লিখেছেন, “টাকার জন্য এখন গ্রামে গ্রামে ঘুরে মাচা করতে হচ্ছে?”

সিনেমা জগতের একাংশ মনে করছেন, পেশাদার শিল্পী হিসেবে যেকোনো অনুষ্ঠানে পারফর্ম করার অধিকার তাঁর আছে। কিন্তু নেতিবাচক মন্তব্যের বন্যায় যখন নেটপাড়া উত্তাল, ঠিক তখনই ‘বিজয়নগরের হীরে’-র টিজার প্রকাশ করে যেন মোক্ষম জবাব দিলেন অভিনেতা। একদিকে মাচা বিতর্কের কটাক্ষ, অন্যদিকে কালজয়ী চরিত্র কাকাবাবুর প্রত্যাবর্তন— সব মিলিয়ে বছরের শেষে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখন টলিপাড়ার সবথেকে বড় চর্চিত নাম।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy