‘চ্যালেঞ্জ 2’, ‘সুলতান’-এর মতো কমার্শিয়াল ছবি নির্মাতা হিসেবে পরিচিত পরিচালক রাজা চন্দ এবার সম্পূর্ণ ভিন্ন ঘরানার ছবি ‘হালুম’ (Halum) তৈরি করে নিজের এক নতুন পরিচিতি তৈরি করেছেন। এই প্রথম তাঁর কোনো ছবি কলকাতা চলচ্চিত্র উৎসবে (Film Festival) জায়গা করে নিল। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জনপ্রিয় গল্প ‘বাঘু মান্নার বরাত’ অবলম্বনে তৈরি এই ছবিটি। রাজা চন্দ জানান, ঠোঙার লেখা পড়তে অভ্যস্ত এই ‘পড়াকু’ মানুষটি নার্সিংহোমে বসেই গল্পটি পড়েছিলেন, আর তা থেকেই জন্ম নেয় ‘হালুম’।
কাহিনি ও কাস্ট:
ছবিতে বাঘু মান্নার চরিত্রে অভিনয় করেছেন সত্যম ভট্টাচার্য, ময়নার চরিত্রে পারিজাত চৌধুরী এবং সুবলার ভূমিকায় রয়েছেন রাজা চন্দর স্ত্রী পিয়ান চন্দ। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে চন্দন সেন (জ্যোতি উকিল) এবং সুদীপ্তা চক্রবর্তীকে (লীলাময়ী)। রিসচা ফিল্মস প্রযোজিত এই ছবির চিত্রনাট্য লিখেছেন পারিজাত চৌধুরীর বাবা ভাস্কর চৌধুরী। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সাত্যকি বন্দোপাধ্যায় এবং মন ফকিরা ব্যান্ড। ছবির বেশিরভাগ অংশের শুটিং হয়েছে শান্তিনিকেতনের মনোরম স্থানে।
রাজা চন্দর সাহিত্যপ্রীতি ও আক্ষেপ:
রাজা চন্দ জানান, তিনি ভীষণভাবে সাহিত্যধর্মী ছবি বানাতে চান। তিনি বলেন, “আমি বরাবর সুনীল গঙ্গোপাধ্যায়ের ভক্ত। বহু জায়গায় আমি সুনীল দা’র ‘কেউ কথা রাখেনি’ আবৃত্তি করেছি।” তাঁর ইচ্ছে ছিল ‘মনোজদের অদ্ভুত বাড়ি’ তৈরি করার, কিন্তু অনিন্দ্য চট্টোপাধ্যায় তা আগে করে ফেলায় তিনি আফসোস করেন।
এই ছবিতে এক রিকশাচালকের চরিত্রে অভিনয় করেছেন সায়ন ঘোষ, যিনি চরিত্রের সঙ্গে মিশে যেতে একজন আসল রিকশাচালকের কাছে কাজ রপ্ত করেন। একদিন বীরভূমে সেই রিকশাচালককে সায়ন নিজের গদিতে চাপিয়ে বাড়ি পৌঁছে দেন—এই ঘটনা স্মরণ করেন অভিনেতা।
সুদীপ্তা চক্রবর্তীর বড় আক্ষেপ:
এ বছর সুদীপ্তা চক্রবর্তী অভিনীত চারটি ছবি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে, যার মধ্যে তিনটিই বেঙ্গলি প্যানোরামা বিভাগে। রাজা চন্দর ‘হালুম’ ছাড়াও রয়েছে রেশমি মিত্রর ‘বড়বাবু’ এবং চন্দ্রাশিস রায়ের ‘পড়শি’।
তবে, ‘হালুম’-এর সাংবাদিক সম্মেলনে এসে অভিনেত্রী তাঁর এক বড় আক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, “আমার নাটক এখনও সরকারি হল পাচ্ছে না। এই ছবিগুলো থিয়েটার রিলিজ হলে দেখব কী হয়। গত বছর ফেস্টিভ্যালে দেখানো ছবিগুলোর একটিও রিলিজের পর সরকারি হল পায়নি।” ফলে বেঙ্গলি প্যানোরামা বিভাগে জায়গা পেয়েও, ছবিগুলো সরকারি হল পাবে কি না, তা নিয়ে সন্দিহান অভিনেত্রী।