সব জল্পনার অবসান! ৭ নভেম্বর এল ‘আনন্দের কারণ’, পুত্রসন্তানের আগমন বার্তা দিলেন ভিকি কৌশল

কৌশল এবং কাইফ পরিবারে এখন খুশির হাওয়া। সমস্ত জল্পনা ও দুশ্চিন্তার অবসান ঘটিয়ে মা হলেন জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। শুক্রবার সকালে স্বামী তথা অভিনেতা ভিকি কৌশল সোশ্যাল মিডিয়ায় এই সুখবরটি জানিয়েছেন।

ভিকি কৌশল একটি মিষ্টি কার্ড শেয়ার করে জানান যে তাঁরা পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন। কার্ডটিতে লেখা রয়েছে, “আমাদের আনন্দের কারণ উপস্থিত। আমাদের পুত্র সন্তানকে এই পৃথিবীতে স্বাগত জানাচ্ছি। ৭ নভেম্বর, ২০২৫।” পোস্টের নিচে ক্যাটরিনা ও ভিকির নাম লেখা। এই খুশির খবরে ক্যাপশনে ভিকি মাত্র দুটি শব্দ লিখেছেন—’ব্লেসড’ (Blessed) ও ‘ওম’।

এই আনন্দ সংবাদে উচ্ছ্বসিত বি-টাউনের তারকা থেকে শুরু করে অনুরাগীরাও। সদ্য মা-বাবা হওয়া ভিকি ও ক্যাটরিনাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। আল্লু অর্জুনের স্ত্রী উপাসনা, যিনি সম্প্রতি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়েছেন, তিনি লেখেন, “অনেক অভিনন্দন ও ভালোবাসা। জুনিয়রের জন্য রইল আশীর্বাদ।”

অভিনেতা অর্জুন কাপুর ভিকির পোস্টে ভালোবাসার ইমোজি দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়া ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা, রাকুলপ্রীত সিং, নেহা ধুপিয়া, গায়িকা নীতি মোহন, প্রযোজক-পরিচালক গুণীত মোঙ্গা, মণীশ পল-সহ বলিউডের একাধিক তারকা সদ্য বাবা-মা হওয়া এই জুটিকে অভিনন্দন জানিয়েছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy