মৎস্যগন্ধা থেকে রাজমাতা সত্যবতী! সঞ্জয় ঘোষ দস্তিদার পরিচালিত এই ছবির সম্পাদনা করলেন কন্নড় সম্পাদক এমএন স্বামী

আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) শেষ দিন। এই উৎসবের অন্যতম আকর্ষণীয় প্রদর্শনী ছিল সঞ্জয় ঘোষ দস্তিদার পরিচালিত বাংলা ছবি ‘যোজনগন্ধা’। ৭৫ মিনিটের এই ছবিটি মহাভারতের প্রেক্ষাপটে নারীর ক্ষমতায়ন এবং সমসাময়িক সমাজে তাদের অবস্থানকে তুলে ধরেছে।

‘যোজনগন্ধা’-য় মহাভারতের গল্প
‘উবাচ’-এর প্রযোজনায় তৈরি ‘যোজনগন্ধা’ ছবিতে ধীবরকন্যা সত্যবতীর কাহিনি উঠে এসেছে। দেখানো হয়েছে কীভাবে মৎস্যগন্ধা থেকে ধাপে ধাপে ক্ষমতা অর্জন করে তিনি হস্তিনাপুরের রাজরানির আসনে বসেন। এটি শুধুমাত্র মহাভারতের সত্যবতীর গল্প নয়, এটি নারীদের কর্মের সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ারও কাহিনি। এই ছবিটি মহাভারত থেকে বেরিয়ে এসে সমকালীন নারীদের অবস্থানকে নতুন করে চেতনায় ধাক্কা দেওয়ার প্রয়াস।

এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ডলি বসু, মণীষা আদক, লোপামুদ্রা গুহ নিয়োগী, কাবেরি মুখোপাধ্যায় এবং পায়েল বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীরা। ছবিটির সম্পাদনার কাজটি করেছেন কন্নড় সম্পাদক এমএন স্বামী।

KIFF-এর প্রধান আকর্ষণ
৬ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রবীণ তারকা শত্রুঘ্ন সিনহা এবং আরতি মুখোপাধ্যায়কে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে ভূষিত করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমেশ সিপ্পি, সৌরভ গঙ্গোপাধ্যায়, তিলোত্তমা সোম, এবং সুজয় ঘোষ।

এই বছরের উৎসবে মোট ৩৯টি দেশ থেকে ২১৫টি ছবি প্রদর্শিত হয়, যার মধ্যে ছিল ১৮৫টি ফিচার ফিল্ম এবং ৩০টি শর্ট ফিল্ম।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy