ভিকি কৌশলের ফোনে এমন কী দেখলেন আলিয়া ভাট? নিমেষে ভাইরাল হয়ে গেল দুই তারকার ব্যক্তিগত মুহূর্ত

বলিউড তারকাদের ব্যক্তিগত মুহূর্ত খুব সহজেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অভিনেতা ভিকি কৌশল এবং অভিনেত্রী আলিয়া ভাটের মধ্যে ঘটে যাওয়া একটি ছোট্ট মুহূর্ত এখন নেটপাড়ার চর্চার কেন্দ্রবিন্দুতে। ক্যামেরায় ধরা পড়া তাঁদের এই স্বতঃস্ফূর্ত দৃশ্যটি নিয়ে জল্পনা তুঙ্গে।

ইভেন্ট চলাকালীন ভিকি কৌশলকে নিজের ফোনটি আলিয়া ভাটের দিকে এগিয়ে দিতে দেখা যায়। ফোনের স্ক্রিনে ঠিক কী ছিল, তা স্পষ্ট না হলেও, আলিয়া সেটি দেখেই প্রথমে একটু অবাক হন এবং পরক্ষণেই হেসে ফেলেন। তাঁর মুখের এই স্বাভাবিক, আবেগঘন প্রতিক্রিয়াটি ক্যামেরাবন্দী হয় এবং মুহূর্তের মধ্যে তা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিও ও ছবিগুলো ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে কৌতূহল শুরু হয়। সিংহভাগ নেটিজেনদের ধারণা, সদ্য বাবা হওয়া ভিকি কৌশল সম্ভবত তাঁর ও ক্যাটরিনা কাইফের নবজাতক পুত্রের ছবি আলিয়াকে দেখাচ্ছিলেন। আলিয়ার আবেগঘন ও আনন্দের প্রতিক্রিয়া সেই ধারণাকে আরও জোরালো করেছে। যদিও এই বিষয়ে ভিকি বা ক্যাটরিনা কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন ভিকি ও ক্যাটরিনা। ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন এই তারকা জুটি। তাই সন্তানের ছবি বা পরিচয় প্রকাশ না করার সিদ্ধান্ত নিতে পারেন তাঁরা।

সোশ্যাল মিডিয়ায় এই তারকা মুহূর্ত ঘিরে নানা মন্তব্য ও মজার পোস্টের বন্যা বইছে। কেউ কেউ এটিকে তারকাদের বন্ধুত্বের সুন্দর উদাহরণ বলে মনে করছেন। ক্যামেরার সামনে কোনো অভিনয় নয়, বরং একটি সাধারণ ও স্বাভাবিক মুহূর্তের জন্যই ভিডিওটি আমজনতার মন ছুঁয়ে গিয়েছে। ভিকি ও আলিয়ার এই ছোট্ট মুহূর্তটি বলিউডপ্রেমীদের মধ্যে বেশ আনন্দ ও কৌতূহলের জন্ম দিয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy