ক্যানসারের কাছে হার মানলেন দক্ষিণী সিনেমা জগতের জনপ্রিয় প্রবীণ অভিনেতা হরিশ রাই। সুপারহিট ফ্র্যাঞ্চাইজি ‘কেজিএফ’-এ ‘রকি ভাই’ যশের কাসিম চাচার চরিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। স্টেজ ৪ ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর তিনি প্রয়াত হলেন। ২০২২ সালে তাঁর ক্যানসার ধরা পড়ে এবং ‘কেজিএফ’-এর শ্যুটিংয়ের পর থেকেই তিনি গলার ক্যানসারের জন্য চিকিৎসা শুরু করেছিলেন।
অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দক্ষিণী সিনেমা জগতে। অভিনেতা যশের স্ত্রী রাধিকা পণ্ডিত শোক প্রকাশ করে বলেন, “প্রতিভাবান অভিনেতা হরিশ রাইয়ের মৃত্যুর খবর শুনে খুবই দুঃখিত। কন্নড় সিনেমায় তাঁর অভিনয় সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আত্মার শান্তি কামনা করি, ঈশ্বর পরিবারকে শক্তি দিন।”
চিকিৎসার জন্য ছিল না টাকা, দেরিতে শুরু হয় ট্রিটমেন্ট:
এক সাক্ষাৎকারে হরিশ রাই জানিয়েছিলেন, ক্যানসারের মতো রোগের চিকিৎসার জন্য তাঁর কাছে পর্যাপ্ত অর্থের অভাব ছিল। সেই আর্থিক অনটনের কারণে তাঁর চিকিৎসা শুরু হতেও দেরি হয়, যার ফলে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে।
এক মর্মান্তিক তথ্যে জানা যায়, ‘কেজিএফ’-এর দৃশ্যে তাঁর গলা মোটা বা ফোলা দেখানোর কারণ চরিত্রের দাবি ছিল না, বরং ক্যানসারের কারণে গলার ফোলাভাব লুকানোর জন্যই তিনি এমনটি করেছিলেন। অভিনেতা আরও বলেছিলেন, ‘কেজিএফ’ সিনেমার মুক্তির অপেক্ষায় ছিলেন বলেই তিনি ক্যানসারের চতুর্থ পর্যায়েও লড়াই চালিয়ে যান। একসময় চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে একটি ভিডিয়ো বার্তাও দিয়েছিলেন তিনি। যদিও যশ-সহ বেশ কয়েকজন সহ-অভিনেতা তাঁর চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করেছিলেন।
সুপারহিট ‘ওম’ সিনেমার মাধ্যমে লাইমলাইটে আসা হরিশ রাই খলনায়ক এবং পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুপরিচিত ছিলেন।