সমস্ত বিতর্ককে ছাপিয়ে অবশেষে মুক্তি পেল রণবীর সিংয়ের বহু প্রতীক্ষিত ছবি ‘ধুরন্ধর’। আদিত্য ধর পরিচালিত এই দেশাত্মবোধক অ্যাকশন ড্রামা নিয়ে ইতিমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। তবে ছবিটি যে দর্শকদের রোমাঞ্চের নতুন স্বাদ দেবে, সেই ইঙ্গিত মিলেছে।
ছবিটি দেখে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী (Ravi Chaudhary) প্রাথমিক রিভিউ দিয়েছেন। তাঁর মতে, ‘ধুরন্ধর’ একটি হাই-অ্যাড্রেনালিন দেশাত্মবোধক অ্যাকশন ড্রামা, যা প্রথম ফ্রেম থেকেই তীব্রভাবে আঘাত করে। তিনি ছবিটিকে ৪/৫ রেটিং দিয়েছেন।
ইউজারের মতে ছবির হাইলাইটস:
রণবীর সিং: মেজরের চরিত্রে রণবীর সিং তাঁর কেরিয়ারের অন্যতম সেরা এবং সবচেয়ে তীব্র পারফরম্যান্স দিয়েছেন। প্রতিটা দৃশ্যে তাঁর দৃঢ়তা, আবেগ এবং কাঁচা শক্তি ছিল অনবদ্য।
অ্যাকশন ও ক্লাইম্যাক্স: ছবির অ্যাকশন দুর্ধর্ষ এবং ক্লাইম্যাক্স দর্শককে রোমাঞ্চিত করবে।
টেকনিক্যাল দিক: সিনেম্যাটোগ্রাফি বেশ তীক্ষ্ণ। তবে গল্পটি পরিচিত দেশাত্মবোধেরই ছকে বাঁধা।
এই ছবিতে রণবীর সিংয়ের বিপরীতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সারা অর্জুন। এছাড়াও সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না এবং আর মাধবনের মতো অভিনেতারা গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন।
জানা যাচ্ছে, ‘ধুরন্ধর’ ছবিটি ১৯৯৯ সালের ডিসেম্বরে ঘটে যাওয়া কান্দাহার হাইজ্যাকের ঘটনার উপর ভিত্তি করে তৈরি। এটি একটি দুই-পর্বের সিনেম্যাটিক ইউনিভার্সের প্রথম অংশ। তিন ঘণ্টারও বেশি দৈর্ঘ্যের এই ছবিটি ভারতীয় স্পাই থ্রিলার ঘরানায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন নেটিজেনরা। সম্প্রতি, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) এই ছবিটিকে ‘A’ সার্টিফিকেট দিয়েছে, যা এর তীব্র অ্যাকশন এবং ড্রামার ইঙ্গিত বহন করে।