আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরেই জানা যাবে কার হাতে উঠবে বিগ বস 19 (Bigg Boss 19)-এর বহু কাঙ্ক্ষিত ট্রফি। কিন্তু চূড়ান্ত পর্বের কাউন্টডাউনের মধ্যেই এক ধাক্কায় হাউজ ছাড়তে হলো দুই প্রতিযোগীকে। অশনূর কৌরের পর এবার সবচেয়ে কম ভোট পাওয়ায় বিগ বস হাউজ থেকে বেরিয়ে গেলেন শেহবাজ বাদেশা।
রবিবারের পর্বে সঞ্চালক সলমন খানের সঙ্গে অভিনেতা রীতেশ দেশমুখ এসে ইভিকশন ঘোষণা করেন। প্রতিযোগীদের ভবিষ্যদ্বাণী করতে বলা হয়েছিল যে তারা কোন প্রতিযোগীকে হাউজের বাইরে দেখতে চান। ফারহানা ভাট এবং তানিয়া মিত্তল শেহবাজের নাম উল্লেখ করার পর, রীতেশ ঘোষণা করেন যে সবচেয়ে কম ভোট পাওয়ায় শেহবাজকেই হাউজ ছাড়তে হবে।
এই ঘোষণার পর সকলেই চমকে যান এবং অমল মল্লিক আবেগপ্রবণ হয়ে পড়েন। হাউজ ছাড়ার আগে সলমন খান শেহবাজকে বলেন যে, তিনি এখন কেবল অভিনেতা এবং প্রাক্তন বিগ বস 13 প্রতিযোগী শেহনাজ গিলের ভাই হিসেবে পরিচিত না হয়ে ‘নিজের মতো’ স্বীকৃতি পাবেন। আবেগতাড়িত শেহবাজ জানান, বিগ বস-এ অংশগ্রহণ করা তাঁর দীর্ঘদিনের স্বপ্ন ছিল। এমনকী, প্রথম দিকে নির্মাতাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলার জন্য তিনি সকলের কাছে ক্ষমাও চেয়ে নেন। উল্লেখ্য, শেহবাজ প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে এসেছিলেন, কিন্তু গ্র্যান্ড প্রিমিয়ারে মৃদুলের কাছে হেরে গিয়েছিলেন।
শেহনাজ গিলের প্রতিক্রিয়া:
ভাইয়ের শো ছাড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন গায়িকা-অভিনেত্রী শেহনাজ গিল। ভাইয়ের খেলার প্রশংসা করে তিনি লেখেন, “খুব ভালো খেলেছো শেহবাজ। তুমি আমার কাছে এই শোয়ের বিজেতা। ওয়েলকাম ব্যাক।”
চূড়ান্ত ফাইনালিস্টরা কারা?
বিগ বস 19-এর ছয়জন ফাইনাল প্রতিযোগী হলেন: গৌরব খান্না, অমল মল্লিক, তানিয়া মিত্তল, মালতি চাহার, ফারহানা ভাট এবং প্রণিত মোরে।
বিগ বস 19-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর। জিওহটস্টারে রাত 9টায় এবং কালার্সে রাত 10:30টায় সম্প্রচারিত হবে চূড়ান্ত পর্ব।