ফুটবল নয়, খেলা হয়েছিল কাটা মুণ্ডু নিয়ে! ‘ধুরন্ধর ২’-এর আসল ভিলেন কি এই রক্তপিপাসু গ্যাংস্টার?

বলিউডের পর্দায় ভিলেনই যখন হিরো, তখন চর্চার কেন্দ্রবিন্দুতে এখন শুধুই ‘ধুরন্ধর’। প্রথম পার্টের আকাশছোঁয়া সাফল্যের পর এবার বড় ঘোষণা—আগামী বছরের মার্চ মাসেই মুক্তি পেতে চলেছে ‘ধুরন্ধর পার্ট ২’। কিন্তু প্রশ্ন উঠছে, প্রথম পার্টে রহমান ডাকাইতের মৃত্যুর পর গল্পের রাশ ধরবে কে? তবে কি পর্দায় আবির্ভাব ঘটবে রহমানের ভাই উজেইর বালোচের? বাস্তবের এই চরিত্রটি এতটাই ভয়ানক যে তাঁর নৃশংসতার কাহিনী শুনলে গায়ের লোম খাড়া হয়ে যায়।

সিনেমায় আমরা দেখেছি রহমান ডাকাইতের মৃত্যুর পর কান্নায় ভেঙে পড়তে উজেইরকে। কিন্তু বাস্তব ছিল সম্পূর্ণ আলাদা। দাদার মৃত্যুর পর করাচীর ল্যায়রি এলাকার একচ্ছত্র অধিপতি হয়ে ওঠেন উজেইর। তাঁর বিরুদ্ধে রয়েছে কমপক্ষে ১৯৮ জনকে খুনের ভয়ংকর অভিযোগ। শোনা যায়, চিরশত্রু আরশাদ পাপ্পুকে খুনের পর তাঁর ছিন্নভিন্ন দেহ নিয়ে রাস্তায় লোফালুফি খেলেছিল উজেইর ও তাঁর সঙ্গীরা। এমনকি আরশাদের কাটা মুণ্ডু নিয়ে ফুটবল খেলার মতো পৈশাচিক কাজ করতেও বুক কাঁপেনি তাদের।

এই রক্তের খেলা শুরু হয়েছিল বহু আগে। ২০০৩ সালে আরশাদ পাপ্পু অপহরণ করে খুন করেন উজেইরের বাবা ফইজ মহম্মদকে। সেই থেকেই শুরু প্রতিহিংসার আগুন। ২০১২ সালে এক সাক্ষাৎকারে উজেইর দাবি করেছিলেন, লিয়ারির মানুষ তাকে ভালবাসে এবং দুবাইয়ে তাঁর বিশাল ব্যবসা রয়েছে। কিন্তু তাঁর আড়ালে যে কী ভয়ানক অপরাধ সাম্রাজ্য চলত, তা এবার সেলুলয়েডের পর্দায় দেখার অপেক্ষায় দর্শক। সঞ্জয় দত্ত অভিনীত পুলিশ অফিসারের সঙ্গে এবার উজেইরের সংঘাত কতটা রক্তাক্ত হয়, সেটাই এখন দেখার।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy