‘পারিশ্রমিক নিয়ে মাথাব্যথা নেই, সলমন এলেই টিআরপি বাড়ে’! ১৫০ কোটি টাকার জল্পনা উড়িয়ে কী বললেন ‘বিগ বস’-এর প্রযোজক?

জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’ (Bigg Boss)-এর অন্যতম প্রধান আকর্ষণ হলেন সুপারস্টার সলমন খান (Salman Khan)। দীর্ঘদিন ধরে এই শো-এর সঞ্চালনা করে চলেছেন তিনি। এই অনুষ্ঠানের জন্য তাঁর আকাশছোঁয়া পারিশ্রমিক নিয়ে জল্পনা থাকলেও, সলমনের ব্যক্তিগত জীবন বেশ কিছু দিন ধরেই গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের গ্যাং-এর কাছ থেকে আসা খুনের হুমকি এবং গুলি চালনার মতো ঘটনায় জর্জরিত।

হুমকির মধ্যেও কাজ বন্ধ নেই সলমনের:

বারবার হুমকি ফোন আসা এবং তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি চলার মতো মারাত্মক ঘটনার মধ্যেও সলমন খান কখনওই কাজ বন্ধ করেননি। তিনি দৃঢ়ভাবে জানিয়েছেন যে, তিনি কোনও পরিস্থিতিতেই কাজ বন্ধ করতে চান না এবং কাজ করতে ভালোবাসেন। কড়া নিরাপত্তা বলয়ে নিজের নতুন সিনেমার শ্যুটিং পর্যন্ত সেরেছেন তিনি। পাশাপাশি, ‘বিগ বস’-শোটির সঙ্গে সলমন মানসিকভাবেও ভীষণ জড়িত। সেই কারণেই এই শো-এর কাজ বন্ধ করে দিতে চান না সলমন।

পারিশ্রমিক নিয়ে ভাবছেন না প্রযোজক:

অনুষ্ঠানের প্রযোজক ঋষি নেইগি জানিয়েছেন, সলমনের সঙ্গে জিও হটস্টারের চুক্তি হয়েছে ‘বিগ বস’ নিয়ে। পারিশ্রমিক নিয়ে তিনি কোনও কথা বলতে চান না। সলমন খান কেন ১৫০ কোটি টাকা পারিশ্রমিক নেন, বা আদৌ নেন কি না, সেই বিষয়েও ঋষি নেইগির কোনো মাথাব্যথা নেই। তিনি কেবল খুশি যে সলমন খান সপ্তাহান্তে এই শো-তে আসেন, কারণ এতেই টিআরপি হু হু করে বাড়ে। সলমনের সঞ্চালনার স্টাইল, প্রতিযোগীদের বকুনি দেওয়া এবং সব মিলিয়ে তাঁর উপস্থিতি বেশ উপভোগই করেন অনুরাগীরা।

গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বিশেষ নিরাপত্তা:

প্রসঙ্গত, নিরাপত্তার কারণে সলমনের বাড়িতেও বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে এখন থেকে আর কোনও বাইরের মানুষ পরিচয়পত্র ছাড়া ঢুকতে পারবেন না। বাসিন্দা ছাড়া, যে ব্যক্তিই অ্যাপার্টমেন্টে আসবেন, তাঁকেই প্রথমে পরিচয়পত্র দেখাতে হবে এবং তিনি কার বাড়িতে যাবেন সেটা জানাতে হবে। এরপর ওই ফ্ল্যাটের বাসিন্দার বাড়িতে ফোন করে জানতে চাওয়া হবে যে সত্যিই ওই ব্যক্তি দেখা করার জন্য এসেছেন কি না। সেই বাসিন্দা অনুমতি দিলে তবেই অপরিচিত ব্যক্তি ওপরে যেতে পারবেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy