২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ ছবি দিয়ে বলিউডে পা রাখা অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor) খুব কম সময়েই যেমন পেশাগত সাফল্য পান, তেমনই তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও সবসময় শিরোনামে ছিলেন। তাঁর শুরুর দিকের প্রেম জীবনের সঙ্গে জড়িয়ে ছিল দুই জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)-এর নাম। সম্প্রতি সাংবাদিক পূজা সামন্ত এক সাক্ষাৎকারে রণবীরের সেই সময়কার সম্পর্ক নিয়ে বেশ কিছু অজানা তথ্য সামনে এনেছেন।
রণবীর-দীপিকার প্রথম আলাপ:
জাহরা জানির ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে পূজা সামন্ত জানান, দীপিকা ও রণবীরের প্রথম আলাপ হয়েছিল তাঁদের মেকআপ আর্টিস্টদের মাধ্যমে। তখন রণবীর ‘সাওয়ারিয়া’ এবং দীপিকা ‘ওম শান্তি ওম’-এর শুটিং করছিলেন ফিল্ম সিটিতে। মেকআপ আর্টিস্টদের মারফত খবর পেয়ে রণবীর নিজেই প্রথম দেখা করার আগ্রহ প্রকাশ করেন। এরপর নম্বর নেন একে অপরের, তারপর যোগাযোগ বাড়ে।
প্রথম দেখা: পূজার দাবি, তাঁদের প্রথম দেখা হয়েছিল মুম্বইয়ের গ্র্যান্ড হায়াতের একটি কফি শপে।
বিচ্ছেদ: সম্পর্কের শুরুতে দুজনেই খোলামেলা থাকলেও, কিছুদিন পরই তাঁদের বিচ্ছেদ হয়। ‘কফি উইথ করণ’-এ দীপিকার মন্তব্য থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে রণবীর তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন।
ক্যাটরিনার আত্মত্যাগ ও হতাশা:
বিচ্ছেদের পর রণবীরের জীবনে আসেন ক্যাটরিনা কাইফ। পূজা সামন্ত জানান, রণবীরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ক্যাটরিনা মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিলেন।
বিচ্ছেদের পর কান্না: YRF স্টুডিওতে এক সাক্ষাৎকারের সময় ক্যাটরিনাকে কাঁদতে দেখা যায়।
কেরিয়ারে আত্মত্যাগ: ক্যাটরিনা স্বীকার করেছিলেন, রণবীরের কারণে তিনি বহু ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তিনি ভেবেছিলেন রণবীরকে বিয়ে করলে তিনি কাপুর পরিবারের সদস্য হবেন। এই বিশ্বাস থেকেই তিনি অনেক গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে দেন। বিচ্ছেদের পর কেরিয়ার ডুবে যাওয়ার জন্য তিনি নিজেকেই দায়ী মনে করতেন।
কারা এখন কার সঙ্গে?
বর্তমানে বলিউডের এই তিন তারকাই জীবনে এগিয়ে গিয়েছেন।
রণবীর কাপুর: অভিনেত্রী আলিয়া ভাটের স্বামী এবং তাঁদের কন্যা হলো রাহা।
দীপিকা পাড়ুকোন: রণবীর সিংয়ের বিবাহিত স্ত্রী এবং তাঁদের কন্যার নাম দুয়া।
ক্যাটরিনা কাইফ: অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন এবং ২০২৫ সালে তাঁরা তাঁদের পুত্র সন্তানের জন্ম দেন।