একসময় ছোটপর্দার জনপ্রিয় মুখ ছিলেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়, ‘তোমায় আমায় মিলে’ ধারাবাহিকের ঊষসী চরিত্রে তাঁর স্নিগ্ধতা আজও দর্শকের মনে রয়ে গেছে। অভিনয় থেকে বিদায় নিয়ে বিদেশে সংসার গড়া রুশা এবার দিলেন এক অপূর্ব সুখবর। দীপাবলির পবিত্র রাতে তিনি মা হওয়ার ঘোষণা করলেন।
কোলে ছোট্ট ‘অনুষা’
সোমবার রাতে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি শেয়ার করে মা হওয়ার সুখবর দেন অভিনেত্রী। কোলে ফুটফুটে কন্যা সন্তান, মুখে মাতৃত্বের অপার প্রশান্তি— সেই ছবিতে তিনি লিখেছেন, “আমাদের ছোট্ট অনুষার তরফ থেকে আপনাদের সকলকে দীপাবলির অনেক শুভেচ্ছা।”
ছবিতে ঘরোয়া আলোয় দিওয়ালি সেলিব্রেশনের ঝলক দেখা যায়। বোঝা যায়, সদ্যই মা হয়েছেন তিনি। টলিউডের সহকর্মী, বন্ধু এবং অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন মন্তব্য বাক্স। রুশার স্বামী অনুরণ চৌধুরীও স্ত্রী ও মেয়ের ছবি দিয়ে একই বার্তা শেয়ার করেছেন। সন্তানের নাম রাখা হয়েছে ‘অনুষা’, যার অর্থ ‘ভোর’ বা ‘সুন্দর সকাল’।
অভিনয় ছেড়ে নতুন অধ্যায়
অভিনয় জীবনে প্রায় ১৩ বছর কাটানোর পর ২০২৩ সালের ১৯ জানুয়ারি হাবড়ার অনুরণ চৌধুরীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রুশা। অনুরণ পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কর্মসূত্রে দীর্ঘদিন ধরেই সিয়াটলে থাকেন। বিয়ের পরের মাসেই স্বামীর সঙ্গে বিদেশে পাড়ি দেন রুশা।
দীর্ঘদিন ধরেই তিনি সামাজিক মাধ্যমে নিঃশব্দ ছিলেন। এখন মনে করা হচ্ছে, সেই নীরবতার পেছনে ছিল এক নতুন জীবনের অপেক্ষা। ‘তোমায় আমায় মিলে’ ছাড়াও ‘শ্রীময়ী’, ‘রামপ্রসাদ’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করলেও, রুশা এখন সেই আলো ঝলমলে জীবন থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে নিয়েছেন। ব্যক্তিগত জীবনের পর্দা নামিয়ে দিয়ে তিনি এখন সিয়াটলে নিজের সংসার সামলে মা হিসেবেই পূর্ণতা খুঁজে পেয়েছেন।