দীপাবলির আলোর মাঝেই নিভে গেল হাসি! পরলোক গমন করলেন বর্ষীয়ান কমেডিয়ান আসরানি, শোকে স্তব্ধ বলিউড

দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার পরলোক গমন করলেন বলিউডের জনপ্রিয় কমেডিয়ান গোবর্ধন আসরানি। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। দীপাবলির আলোর মাঝেই হিন্দি সিনেমার এক উজ্জ্বল তারকাকে হারিয়ে শোকের ছায়া নেমেছে বলিউডে। ফুসফুসে জল জমে যাওয়ার কারণে মুম্বইয়ের জুহু এলাকার আরোগ্য নিধি হাসপাতালে বেশ কয়েকদিন ধরেই জীবন-মরণ লড়াই চালাচ্ছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে সান্তাক্রুজ শ্মশানে।

অক্ষয় কুমারের আবেগঘন বার্তা

বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে গভীরভাবে মর্মাহত হয়েছেন অভিনেতা অক্ষয় কুমার। সোমবার গভীর রাতে তিনি এক্স (X)-এ একটি আবেগঘন বার্তা শেয়ার করেন। অক্ষয় জানান, তিনি সম্প্রতি তাঁদের আসন্ন সিনেমা ‘হাইওয়ান’-এর জন্য আসরানির সঙ্গে একাধিক দৃশ্যের শুটিং করেছিলেন।

অক্ষয় লেখেন: “আসরানিজির প্রয়াণে আমি দুঃখে স্তব্ধ। মাত্র এক সপ্তাহ আগে ‘হাইওয়ান’-এর শুটিংয়ে আমরা একে অপরের সঙ্গে আন্তরিকভাবে আলিঙ্গন করেছিলাম। তাঁর কমিক টাইমিং ছিল এক কথায় কিংবদন্তী।”

অক্ষয় আরও বলেন যে, ‘হেরা ফেরি’, ‘ভুল ভুলাইয়া’, ‘খট্টা মিঠা’, ‘ভাগম ভাগ’ এবং মুক্তি না পাওয়া ‘ভূত বাংলো’ বা ‘হাইওয়ান’-এর মতো একাধিক ছবিতে আসরানির সঙ্গে কাজ করে তিনি অনেক কিছু শিখেছেন। অক্ষয় তাঁকে ইন্ডাস্ট্রির এক অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করে লেখেন, “আসরানি স্যার, আমাদের হাসির জন্য যে অগণিত কারণ আপনি দিয়েছেন, তাঁর জন্য ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। ওম শান্তি।”

বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শোক প্রকাশ করেছেন। প্রিয়দর্শন পরিচালিত ‘ভূত বাংলো’ এবং ‘হাইওয়ান’- এই দু’টি ছবিতেই আসরানিকে শেষবার বড়পর্দায় দেখা যাবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy