দীর্ঘদিন ধরে দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) এবং জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরু (Raj Nidimoru)-এর সম্পর্ক নিয়ে চলা গুঞ্জন দীপাবলির দিনে যেন নতুন মাত্রা পেল। সোমবার দীপাবলি উদযাপনের বেশ কিছু ছবি অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন, যার মধ্যে রাজের সঙ্গে তাঁর একটি ঘনিষ্ঠ ছবি নেটিজেনদের নজর কেড়েছে।
এই ছবি ঘিরেই ভক্ত মহলে জল্পনা তৈরি হয়েছে—তবে কি সামান্থা এবং রাজ অবশেষে তাঁদের নতুন সম্পর্কে সিলমোহর দিলেন?
‘কৃতজ্ঞতায় পূর্ণ’ সামান্থা
সামান্থা তাঁর ইনস্টাগ্রাম পোস্টে সবুজ এথনিক পোশাকে সেজে ওঠা নিজের, বাড়ি সাজানোর এবং ফুলঝুরি জ্বালানোর ছবি দেন। কিন্তু নেটিজেনদের দৃষ্টি আটকেছে রাজ নিদিমোরুর সঙ্গে তাঁর ছবিতে, যেখানে রাজকে নীল কুর্তায় দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে সামান্থা শুধু একটি কথাই লিখেছেন: “কৃতজ্ঞতায় পূর্ণ (Grateful)।”
এই ছবিতে তাঁদের অনুরাগীরা ভালবাসা জানিয়েছেন। একজন কমেন্ট করেছেন, “সবাই খুশি থাকার যোগ্য… আপনার জীবনে সমস্ত সুখ, ভালবাসা এবং শান্তি থাকুক। খুশি থাকুন।”
প্রসঙ্গত, রাজ নিদিমোরু এবং সামান্থা রুথ প্রভু একসঙ্গে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’ এবং আগামী সিরিজ ‘সিটাডেল: হানি বানি’-তে কাজ করেছেন। যদিও তাঁরা কেউই তাঁদের সম্পর্কের গুঞ্জন নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি, তবে বিভিন্ন সময়ে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ায় এই জল্পনা বেড়েই চলেছে।
‘একসঙ্গে থাকার’ পরিকল্পনা ও গুঞ্জন
সাম্প্রতিককালে খবর ছড়িয়েছিল যে সামান্থা এবং রাজ নিদিমোরু ‘একসঙ্গে থাকা’র (Moving In) পরিকল্পনা করছেন। একটি সংবাদমাধ্যমে সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছিল যে, “সামান্থা এবং রাজ একসঙ্গে থাকার কথা ভাবছেন এবং সেজন্য বাড়ি খুঁজছেন। ‘সিটাডেল’-এ কাজ করার পর রাজ ২০২২ সালে শ্যামলী থেকে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ নিয়েছেন।”
যদিও এই গুঞ্জন প্রসঙ্গে যখন একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সামান্থার ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে, তখন তিনি কেবল একটি শব্দে উত্তর দিয়েছিলেন: “গুজব (Rumours)”। তবে দীপাবলির দিনে রাজের সঙ্গে সামান্থার এই ছবি নিঃসন্দেহে দুই তারকার সম্পর্কের বিষয়ে ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিল।