বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি সইফ আলি খান এবং করিনা কাপুর খান তাঁদের ১৩তম বিবাহবার্ষিকী উদ্যাপন করলেন। এই বিশেষ দিনে তাঁদের শুভেচ্ছা জানালেন ‘নবাব’-এর বোন সাবা আলি খান (Saba Ali Khan)। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে এক আবেগময় পোস্টের মাধ্যমে তিনি শুধু শুভেচ্ছাই জানাননি, সঙ্গে শেয়ার করেছেন পতৌদি পরিবারের একগুচ্ছ বিরল ও অদেখা ছবি।
সবচেয়ে নজর কেড়েছে সাবার শেয়ার করা একটি অদেখা ছবি, যেখানে ধরা পড়েছে সইফ-করিনার ডেটিং-দিনের এক অন্তরঙ্গ মুহূর্ত। সেই পুরনো প্রেমের ছবির পাশে জুড়েছেন তাঁদের সাম্প্রতিক একটি ছবি—যেন সময় থমকে আছে এক জায়গায়!
সাবার আবেগঘন বার্তা
সাবাও তাঁর পোস্টে সইফ ও করিনার সম্পর্কের রসায়নের প্রশংসা করেন। তিনি লেখেন, “বিবাহবার্ষিকী স্পেশ্যাল! ভাইয়া আর ভাবিজানকে জানাই ভালবাসা… যখন তোমরা ডেট করতে, সেই সময়ে এই ছবিগুলো আমি তুলে রেখেছিলাম। আজও মনে হয়, সময় যেন থমকে আছে সেখানেই। তোমাদের সম্পর্কের সেই রসায়ন, সেই ঝলক এখনও অটুট…”
সাবা তাঁর ভাই সইফকে কিছুটা দুষ্টুমি করে লেখেন, “ভাই মাঝে মাঝে তোমাকে পাগল করে দেয়, জ্বালিয়ে মারে…কিন্তু তোমার যে কত ধৈর্য, বিশেষ করে একেক সময় যেভাবে সামলাও…। তোমরা দু’জন একসঙ্গে একেবারে ‘নিখুঁত।”
তিনি ভাবি করিনার প্রশংসা করে আরও লেখেন, “বেবো তুমি আমাকে ক্যামেরার সামনে পোজ দেওয়া থেকে শুরু করে কত কী যে শিখিয়েছ। ভাল লাগে জীবনের প্রতি তোমার সোজাসাপটা মানসিকতা, যা মনে তাই মুখে এই ব্যাপারটা। এই পরিবারে তোমাকে আজকের দিনে আরও একবার স্বাগত জানাই। তুমি সত্যিই আমাদের পরিবারের অঙ্গ হয়ে গিয়েছ।”
‘টশন’ থেকে পতৌদি পরিবার
প্রসঙ্গত, করিনা ও সইফের প্রেমের শুরু ২০০৮ সালে ‘টশন’ ছবির শুটিং সেটে। এরপর কয়েক বছরের সম্পর্কের শেষে ২০১২ সালের ১৬ অক্টোবর ঘরোয়া অনুষ্ঠানে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুই সন্তান—প্রথম সন্তান তৈমুর আলি খান (জন্ম ২০১৬) এবং ছোট ছেলে জেহ আলি খান (জন্ম ২০২১)। ‘এলওসি কার্গিল’, ‘ওমকারা’, ‘টশন’, ‘কুরবান’-এর মতো একাধিক ছবিতে সইফ-করিনা একসঙ্গে অভিনয় করেছেন।
এই দম্পতিকে শিগগিরই একাধিক নতুন ছবিতে দেখা যাবে। করিনাকে দেখা যাবে মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ এবং রোহিত শেঠির ‘সিংহম এগেইন’ ছবিতে। অন্যদিকে, সইফ আলি খানকে তাঁর আগামী ছবি প্রিয়দর্শন পরিচালিত ‘হাইওয়ান’-এ দেখা যাবে।