বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান বিশ্বের অন্যতম ধনী অভিনেতা হওয়া সত্ত্বেও (মোট সম্পত্তি ১২,৪৯০ কোটি টাকার বেশি) প্রায়শই ধনকুবেরদের হাই-প্রোফাইল বিয়েতে পারফর্ম করার জন্য সমালোচিত হন। সম্প্রতি দিল্লির একটি হাই-প্রোফাইল বিয়েতে শাহরুখ খান অভিনেতা সলমন খানের সঙ্গে হাজির হয়েছিলেন। তবে এবার ভক্তরা দাবি করেছেন যে পান মশলার বিজ্ঞাপনের ট্যাগলাইন নিয়ে কনের কাছে তাঁকে ‘অপমানিত’ হতে হয়েছে।
‘বোলো জুবান কেশরি’ বিতর্ক:
সাম্প্রতিক সেই বিয়ের অনুষ্ঠানের একটি ভাইরাল ভিডিওতে শাহরুখকে বেশ কিছুটা অস্বস্তিকর অবস্থায় দেখা যায়। মঞ্চে কনে হঠাৎই শাহরুখের কাছে তাঁর বিমল পান মশলার বিজ্ঞাপনের বিখ্যাত ট্যাগলাইন, “বোলো জুবান কেশরি” বলার দাবি জানান। এর উত্তরে শাহরুখ রসিকতার ছলে একাধিক মন্তব্য করেন:
প্রথম জবাব: “একবার ‘গুটখা ওয়ালাদের’ সঙ্গে কাজ করে দেখুন, তারা আপনাকে সেটা ভুলতে দেবে না।”
এড়িয়ে যাওয়ার চেষ্টা: “ঈশ্বর তোমার মঙ্গল করুন, তুমি ভাল কাজ করতে থাকো, কিন্তু আমার কি সত্যিই এখানে ‘জুবান কেশরি’ বলা উচিত?”
কড়া রসিকতা: কনে আবদার চালিয়ে গেলে শাহরুখ পাল্টা প্রশ্ন করেন, “তুমি কি আমার ফ্যান, নাকি বিমলের?”
তিনি একবার এমনও বলেন, “ওহ না, এটা এখন নিষিদ্ধ। এ ধরনের কথা বলো না, তাহলে তুমি আমাকেও নিষিদ্ধ করে দেবে। শুধু চুপ থাকো।”
ভিডিওর সত্যতা যাচাই (Fact Check):
সোশ্যাল মিডিয়ায় আরও একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে ক্যাপশনে দাবি করা হয়: “শাহরুখ খান কোনও ধনকুবেরের বিয়েতে টাকার জন্য নাচলেন, আর কনেও তাঁর সঙ্গে নাচতে রাজি হলেন না।”
তবে, ফ্যাক্ট চেক করে জানা যায় যে ভাইরাল ক্লিপটি আসলে ক্রপ করা।
রেডিটে প্রকাশিত মূল ভিডিওতে দেখা যায়, শাহরুখ আসলে বরের সঙ্গে নাচছিলেন, কনের সঙ্গে নয়। বর ‘পাঠান’ গানের তালে শাহরুখের স্টেপের সঙ্গে তাল মেলানোর চেষ্টা করছিলেন, আর কনে শুধুই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাঁদের দু’জনকে দেখছিলেন।
শাহরুখের এই ধরনের পারফরম্যান্সের শুরুটা হয়েছিল ২০০৪ সালে স্টিল টাইকুন লক্ষ্মী মিত্তলের মেয়ের বিয়েতে তাঁর পারফরম্যান্সের পর থেকেই।