“ড্যাডি’স হোম!” যশের জন্মদিনে ‘টক্সিক’ তাণ্ডব, ২০২৬-এর বক্স অফিসে কি ধুলো ওড়াবে রায়া?

যশের জন্মদিন মানেই সাধারণ কোনো উদযাপন নয়, বরং এক রাজকীয় প্রত্যাবর্তন। ‘কেজিএফ’-এর রকি ভাই হিসেবে বিশ্বজয়ের পর এবার ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ (Toxic) নিয়ে বড়পর্দায় ফিরছেন কন্নড় সুপারস্টার যশ। তাঁর ৪০তম জন্মদিনে মুক্তি পেল ছবির ২ মিনিট ৩১ সেকেন্ডের হাড়হিম করা টিজার, যা দেখে দর্শকদের রক্তে রীতিমতো আগুন লেগেছে।

টিজারের শুরুতেই দেখা যায় এক নিস্তব্ধ কবরস্থান, যেখানে এক গ্যাংস্টারের মৃত সন্তানের শেষকৃত্য চলছে। সেখানে দুষ্কৃতীদের জল্পনার মাঝেই এক হুলুস্থুল বিস্ফোরণে এন্ট্রি নেন ‘রায়া’ ওরফে যশ। হাতে থম্পসন মেশিনগান, মুখে সিগার আর পরনে কালো পোশাক—যশের এই ‘লার্জার দ্যান লাইফ’ অবতার বুঝিয়ে দিচ্ছে, এবার ভয়ংকর কিছু হতে চলেছে। টিজারের শেষে যশের সেই আইকনিক সংলাপ, “ড্যাডি’স হোম”, এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং।

গীতু মোহানদাস পরিচালিত এই ছবির পটভূমি নয়ের দশকের গোয়ার আন্ডারওয়ার্ল্ড। যশের বিপরীতে রয়েছেন একঝাঁক তারকা—কিয়ারা আডবাণী, নয়নতারা, হুমা কুরেশি ও রুক্মিণী বসন্ত। ২০২৬ সালের ১৯ মার্চ বিশ্বজুড়ে মুক্তি পাবে এই ছবি। মজার বিষয় হলো, ওই একই দিনে মুক্তি পাচ্ছে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’। ফলে বক্স অফিসে এক মহাযুদ্ধের অপেক্ষায় চলচ্চিত্র প্রেমীরা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy